।       ঝাঁটা আর ঝাড়ূতে সে দারুণ যুদ্ধ-
               ঝাটা বলে আমি বড়-
                   ঝাড়ু বিক্ষুব্ধ-


  ঝাড়ু  বলে আমি রই প্রাসাদেতে মহলেতে-
               তুই ঝাটা বড় হলি –
               মুখ তোর কালিতে।


       ড্রেন কাঁদা কালি মাঝে তোর বিচরণ-
               গন্ধেতে গা-টা গুলে -
                  তোর বিবরন।


     আমি থাকি অন্দরে মহলেতে চিকনাই-
               মখমলে মহলেতে-
               এতটুকু ধূল নাই।


     মন্দিরে মন্দিরে আসনেতে মোর ঠাই-
              কলুষেতে ভরা পাঁকে –
              কোন তোর গতি নাই।


      ঝাটা হয় মুখরিত- ফুলে ওঠে দ্বন্দ্বে-
             বলে ধরা মোকে পুঁজে-
               দূর কোরে গন্ধে।


  আমি যদি নাই রই-মহলেতে কিনারেতে-
               মহলটা ভরে যাবে -
                গন্ধেতে গন্ধেতে।


      মহলটা সাহেবেতে মোসাহেবে ভরা-
                কুৎসিত জমাদার -
                 ধরা আলো করা।