Sanjay Karmakar


  · YeestmStleprdaoydnmmso uhamt drtcsitr1ae0l:rtc35 tAedM  ·
"দন্ত বিশাল পর্ব সাত"


দন্ত বিশাল সাহেব নাকি খুব করেছেন গোসা
তাই কি তিনি ঘাস খেয়েছেন ছাড়ান নি তার খোসা!
চেন খুলে সব ছুটছে পিছে মুতের দাওয়াই ভাই
বলছে সবাই আজ কে তাদের দন্ত বিশাল চাই।
মুতেই দিবে আর কি তাদের! থামিয়ে রাখা দায়!
মুত খেলে কি ঠিক হবে সে; দু দশ গেলাস তায়?
তাই তে জারজ ঠান্ডা হলে দিল্লি সে দেশ ভালো
নইলে গু মুত গুলায় ভাতে আজ ওই মুখে ঢালো।


"হাঁক"


রাঙা চরণ; মেয়ে তার ঐ, ছোট্ট খুকি এক
দেখতে পেলুম নয়ন ভরে ঐ সে পথের বাঁক।
নয়ন শোভিত কাজলা কালি
হাসছে সে রঙ আঁকতে তুলি,
তার সে ছবি নিতেই তারে, দিলাম জোরে হাঁক।


"শেম শেম!"


হায় রে কপাল ধোকলা খেলে খেলতে গিয়ে প্রেম
ল্যাং মেরে সে অফ সাইডেই গোলটি দিল মেম।
কাঁদছো কেনেই ধেড়ে ছাওয়াল
কেনেই বা হয় এমুন খেওয়াল?
ঘর আছে তায় বউ আর ছেলে; হায় হায় শেম শেম!