Sanjay Karmakar
badge icon
Founding Members
  · ttJiuSposstnls ornSrownedtc  ·
যুগল রম্য রচনা,"দন্ত বিশাল"


"শ ম শহীদ"


অল্প বিদ্যার গল্প একখান
হুনেন মিয়া ভাই
কেলাশ ফাইভ পাস করে নাই
হবুর গলায় টাই।


বলে- এইডা বিদ্যায় নয়,
ফ্যাশান বইলা কতা
আমরা বাঙাল রক্ত দিয়াই
কিনছি স্বাধীনতা-
যেমুন খুশী ভোগ করমু
বলুক যে যা ভাই,
ইচ্ছা হইলে লুঙ্গী পিন্দাও
রাখমু গলায় টাই।


হবু গেলো লুঙ্গী পিন্দাই
হবু শশুড় বাড়ি
কন্যার বইন টাই দেইখ্যা
ভাবলো বরের দাড়ি।
দাড়ির কতা হুইনা কন্যায়
বাধায় দিল গোল,
ভাঙলো বিয়া, থামলো গিয়া
বিয়া বাড়ির ঢোল।


"সঞ্জয় কর্মকার"


দন্ত বিশাল মন্টু বটুক থাকেন মদিরায়
রাইত কানা সে নেশায় ভারি জ্যান্ত বধির হায়!
এক হাতি তার চিঁমটা যে রয় আর এক হাতি সুঁই
নেশার দেশেই বসত তাহার আসুন
তারে ধুই।


ধুইলে ধবল তার ঐ ছোবল বিষের আধার খান
দুই চার লাথ মারলে কশে হবেই
খান খান।