আপনার ব্যবহার আপনার পরিচয়; পরিচয়ে মেলে মন
বাক মেধা ধ্বনিতেই সবে গায় তার
গান।
কিছু লোকে ভাবে ভবে আপনারে বড় দামী
দর সে তো লোকে কয়; তাহা নয়
আসমানী।
সবেতেই হাম বড়া তারা চলে নাক উঁচু
যেন ধরা সড়া সম; যথা ভাবে পচা
বেচু।
কচু পোড়া বাক্যি মুখেতেই সদা গায়
আগুনেতে তেতে তারা; ভাপেতেই দেয়
রায়।
রায়ডাক কালজানি নদী বহে কুল কুল
সাগরেতে ধরা বাণী; সাম্যতা
অনুকূল।
বিষ সম করে ধরা; হিংসা ও কটু মনে
ফলা শাণ নিয়ে ঘোরে; তপ্ততা হৃদ
সনে।
শোন বলি ঈশ্বর আল্লাহ জেশাসেই
দয়া করে দিও দোয়া; যারা কশা
দশাসই।