Sanjay Karmakar
20 mins  ·


কারো কারো, সুখ ভালে, বোন ও রে সহে না,
কালো দেখে, ভয় পেলে, আলো শোন আসে না।
আলো কালো নিয়ে চলা,
নিত্য রে দুই বেলা,
সব ভালো, সাদা কালো, বাসনা ও রসনা।


আলো তার, নিশানায়, ঊষা হতে রাতে ধায়,
আলো গেলে, কালো আসে, চাঁদ তারা রচে তায়।
জ্যোৎস্নার স্নিগ্ধতা, যদি হয় রাত নাই,
কবি কিগো রচিত গো, আলোকের রোশনাই,
মন্দের মাঝে কিছু, ভালো থাকে পিছু পিছু, লিখিলাম কবিতায়।


নিখিলের অধিপতি, মানুষেরে দিল গতি, দিল ক্ষিতি,
সেও কী গো নিষ্পাপ, করে যায় কত ক্ষতি।
বিসমতা বিষ দিল, হিংসা ও দ্বেষ,
কত শত পরিবার, অকালেই করে শেষ,
দোষ নাই, কোন তাই, প্রেম প্রীত আর রতি।