Sanjay Karmakar
Founding Members · 3t Sponnsolreehrisdaa ·
"দ্রোহের আগুন"


রাফাল এলো পয়সা গেল লক্ষ হাজার কোটি
গরিব সবির উড়ছে আকাশ জিতবো এবার ক্ষিতি।
খামার ক্ষেতি পুড়ছে তেজে
দে না ও মা আগুন ভেজে,
হাওয়ার সাথে সেটাই মেখে; পেটের করি গতি।


বানর হনু চালায় যে দেশ চোর চাপটা রাজ
সরল হিসেব গণিত সেথায় প্রজার মাথায় বাজ।
ধন কুবের মারছে লাথি
শুষছে লহু দিছছে ঘাত ই,
ছল কপটে দৃষ্টি ঘোরায়; রণং দেহি সাজ।


গরিব নিধন যজ্ঞ দেশে চলছে অবিরত
পেটের দায়ে ঋণের ফাঁদে মরছে কৃষক শত।
বল দে মা শক্তি হৃদে
মারবো ওদের শূলেই বিঁধে,
জ্বালিয়ে দিয়ে দ্রোহের আগুন; পূরণ করি ক্ষতো।


"মৃত্যু তোমায় পারে নি ছুঁতে"


মৃত্যু তোমায় পারে নি ছুঁতে কালজয়ী তুমি রও
কথা ও সুরেতে অমর পুরিতে
আলো দান করে যাও।
নিয়ত তোমার ই সুরেতে মজিনু
সাদা ও কালোতে অলক গাহিনু,
দাও গো তোমার ই আশিস মাথে মোর;
চির ভাস্কর ওগো কথা দাও
কথা দাও।


"ভড়ং"


আজ যে ভড়ং চলছে দেশে রাম রহিমের চলছে খেল
দাঁড় কাক ওই চতুর চালে ঠক ঠকিয়ে ভাঙছে বেল!
ভন্ড কানাই দেশের রাজার
চলছে খেলা সাধু সাজার,
পেখম কোমল লাগিয়ে পিছে; গাধা গরুর বাজায় ঢোল।