(যে দেশের লোকে না খেয়ে মরে, সে দেশের অধিকার নাই চন্দ্র আর মঙ্গল মিশনে হাজার নিযুত কোটি ডলার খরচ করবার। এ আমার প্রতিবাদ যদিও দেশের ভাবনায় ভাবুক লোকেরা তা স্বীকার করে না। আমি মনে করি দেশের অগ্রগতি তখনই সম্ভব যখন দেশের সব লোকেই সুখে স্বচ্ছন্দে থাকতে পারবে।)


দুটি ভাত লাগি পথে পথে ঘুরে-সর্বহারার দল
সেই দেশের ঐ সোনার জাহাজ চন্দ্রেতে
মঙ্গল।


ছাত লাগি এক আকাশ রোদন-চতুর্দিকেই শুনি
সেই দেশের ঐ ছত্র তলে ইসরোর বিজ্ঞানী।
দুটি ভাত, দুটি ভাত লাগি; চতুর্দিকেই
শুনি।


জন মনে দেশ, ভাবনা সে তল-প্রদীপের নিচে ধায়
দিকে দিকে পাপ পিচাশ হানায়; শোষণ আর
বঞ্চনায়।


দিশা হীন দেশ; জাত ও জাতি-কান্নায় প্রাণ ভরে
দুটি ভাত ও রুজি রুটি নাই-সীমাহীন
হাহাকারে।
দুটি ভাত , দুটি ভাত, দুটি ভাতের তরে।
চৌদিকে দেখি রাবণের রাজ বিষন্নতাই
ঘরে।


দুটি ভাত দুটি ভাত লাগি-জাত কাঙালেরা আজি চায়
পাষাণ পতিত; রাজ-নেতা দল-ঢল যে তার ঐ
বয়।


চাঁদের দেশেতে আঁখি পাতি আজ; কেহই নাহিকো দ্বারে
দুটি ভাত আজ ছাতের সে তল-যদি পার দেহ
তারে।
দুটি ভাত , দুটি ভাত ও রুটি; পারিলে দিও সে;
রোদনের দ্বারে
দ্বারে।