প্রিয় কবি মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম মহাশয়ের আজ প্রকাশিত "হ্যাপি বার্থ ডে টু ইউ" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
বিজয় গাথা


যেদিন আপামর তরে ভাববে সবাই-
কাঁদবে ভুবন প্রাণ-
যেদিন জীবন তুচ্ছ হবে-ধরতে দশের গান।
যেদিন হৃদয় ফুটবে কলি-শতদলের হাজার দল-
ভাবনা যেদিন উচ্চ মহান-
গড়তে সমাজ সৈন্যদল।
পুষ্পক রথ আসবে ধরায়-গাইতে পাখি মধুর বোল-
হাসবে আকাশ হাসবে বাতাস-
বৃক্ষ লতা তুলবে রোল।
এক প্রাণ এক মানব জাতি-রইতে নাকো বিভেদ ছল-
ছন্দে ছন্দে গাইতে শিশু-
কদম কদম এগিয়ে চল।
সুর লহরি বইতে বাতাস-সাগর মিলন গান-
উচ্ছলিত হৃদয় আমার-
ধরতে কলতান।
লিখতে সেদিন বিজয় গাথা-বইতে সেদিন অশ্রু বারি-
আনন্দেতে নয়ন ধারা-
ধরছি হৃদয় অপেক্ষারি।
দাওনা প্রভু দিনটি ত্বরা-ভুবন মাঝি সুখের দিশা-
দু হাত জোড় করছি প্রভু-
দূর করো দূর তমানিশা।


প্রিয় কবি গোপাল চন্দ্রা সরকার মহাশয়ের আজ প্রকাশিত আমি লিখি-(৩০০ তম) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
বরণ


তুমি কবি হৃদয় নীলে শুভ্র আলোর প্রভা-
চন্দন ঘ্রাণ সুবাস লেখায়-
শতদলে পায় শোভা।
তুমি কবি হৃদয় নিলে-আলয় গড়ি সুখের নীড়-
কাঞ্চন খচিত মাল্য দানে-
বরণ তোমায় করিতে বীর।
আজিকে আকাশ কালোর ধরা-ভৈরব প্রাণ ছলনা ময়-
ত্রস্ত ধরা করুণ মতি-
তপ্ত লহু রক্ত ঝরায়।
আকাশ আলোক কান্না ঝরা-মানবতার হতেই খুন-
তপ্ত মসি ঝর্ণাধারায়-
ধরতে আলোক ব্যথার প্রাণে-জ্বালতে লেখো দ্রোহের অনল।
রাজনীতি ওই নোংরা খেলা-পাষাণ হৃদয় নেতার প্রাণ-
ধিক্কারেতে লিখতে কবি-
দারুন ছড়া ব্যঙ্গ গান।
সমাজ যেথায় মলিন কালো-তোমার কলম গর্জে ওঠে-
জড়িয়ে সেথায় লিখতে আমি-
জড়িয়ে আছি ওতপ্রতে।
তুমি কবি হৃদয় নীলে শুভ্র আলোর প্রভা-
চন্দন ঘ্রাণ সুবাস লেখায়-
শতদলে পায় শোভা।


প্রিয় কবি সুদীপ কুমার ঘোষ (চোখেরবালি) মহাশয়ের আজ প্রকাশিত "ট্রাফিক পুলিশ" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
সেলাম


এত কিছু করবার পরও তাদের বদনাম নাই ঘোচবার-
ট্রাফিক পুলিশ ঘুষখোর নাম-
নাহি পিছু ছাড়িবার।
তপ্ত দুপ্রহরে ঘাম ঝরা দেহে-ক্ষান্তি তোমার নাই-
গাড়িতে বা ট্রামে বাসে যেতে যেতে-
তোমারে দেখিতে পাই।
ট্রাফিক পুলিশ একটু ভয়ে-দেখলে তোমায় বাইক-
দৌড়ে ভাগে অনেক দূরে-
দিলেই যদি টাইট।
তোমার করমে শহর নগর-ব্যস্ত ভিড়েও চলে-
দৃষ্টি তোমার কঠোর অতি-
বেঁধে রাখ শৃঙ্খলে।
তাইতো ভাবি বন্ধু তোমার-চুলায় বদনাম-
করিৎ কর্মা ট্রাফিক পুলিশ-
তোমায় জানাই সেলাম।


প্রিয় কবি মুহাম্ম্দ জে এইচ (রপ্পি)-উদাসী ও রেঁনেসার (কবি) মহাশয়ের আজ প্রকাশিত "অমৃত বাণী" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
বন্দনা


কবিরা বেঁচে থাকে কবিতায়-হাজার হাজার বর্ষ-
প্রণাম কবিতা তুহি নমস্য।
তুহি হৃদি তুহি প্রাণ লহুস্রোতে তুহি-
জোড় করে ঈশ্বরে-
বন্দনা গাহি।