প্রিয়কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের গতকাল প্রকাশিত ক্রূর সেই জয়ী কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা
রূপকথা


মানবতা এখন ঠাই নিয়েছে বাংলাদেশে-যেন রূপকথা-
অনেক দেখেছি দানবেতে ক্রুর-
হেথা মানবতা।
দেখো বিশ্ব দেখেছো কি চেয়ে-প্রেম প্রীতি হৃদ কথা-
বাংলা মায়ের সন্তান সবে-
লিখিতে অমর গাথা।
যে দেশ ঠাই দিল দীনো জন-আহার স্থান ও শুচি-
দুচোখ ধারায় কাব্য কথায়-
স্বপ্ন গাথায় রচি।
যে দেশ আকাশ বাতাস-মানবতা বহে প্রাণ-
লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী-
ইতিহাস রচিতে অম্লান।
আমি কবি লিখে যাই-অমৃত গীতো কথা-
বাংলা মায়ের হৃদয় পরম-
বাঙ্গালীর ঐক্যতা।
বুদ্ধের জাতি ধর্ম ভুলিলো-মানবতা ইতিকথা-
রক্ষ রূপেতে ঝাপিয়া পরিল-
বিদ্বেষ বর্বরতা।
মূরখ জাতি জানিলো না-ভুবন ও প্রাণ ঈশ্বর বাণী-
এক ধরা এক মানব একই-
নহিকো করিতে হানি।
হানাহানি করি রক্ত লিপিত-কাড়িতে শিশু প্রাণ-
ধর্ম ভুলিতে দানবো বুলিতে-
মাতিলো মূর্খ অঙ্গান।
দলে দলে লাখে লাখে প্রাণ-ছাড়িতে সে ভূমি-
লক্ষ্য বাঙালি বাংলার সেই-
শ্বাশত উদার ভূমি।
জাগিল মাতা ধারন করিতে-আঁচল পাতিলো স্নেহে
খাদ্য বস্ত্র পানীয় ও বাস-
পরশ দিলো সে দেহে।
মানবতা এখন ঠাই নিয়েছে বাংলাদেশে-যেন রূপকথা-
অনেক দেখেছি দানবেতে ক্রুর-
হেথা মানবতা।
দেখো বিশ্ব দেখেছো কি চেয়ে-প্রেম প্রীতি হৃদ কথা-
বাংলা মায়ের সন্তান সবে-
লিখিতে অমর গাথা।


প্রিয় কবি এ হক টুটুল মহাশয়ের আজ প্রকাশিত মানবতা কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
প্রতিবাদী


চলো আজিকে জাগিতে প্রাণে-চলো মানবতা প্রাণ আদি-
ঊষার আলোকে হৃদয়ো ঢুলিতে-
হই মোরা প্রতিবাদী।
ক্রুর প্রাণে প্রলেপ লেপিতে-প্রেম প্রীতি ধরা গীত-
সাম্য ও শান্তির শ্বাশত বাণী-
গাহিতে সঙ্গীত।
চলো আজিকে জাগিতে প্রাণে-চলো মানবতা প্রাণ আদি-
ঊষার আলোকে হৃদয়ো ঢুলিতে-
হই মোরা প্রতিবাদী।
দিকে দিকে দানবতা-অশ্রুতে লেখা ব্যথা-কাঁদিছে দীনো প্রাণ-
মূর্খ জাতি মায়ানমারে-আগুন ঝরা
সে অঙ্গান।
চলো চলো চলো সবে-এ প্রাণ নাহিকো সহিতে ধরা-
চলো চলো চলো সবে-মানবতা
হেরিতে ত্বরা।
চলো আজিকে জাগিতে প্রাণে-চলো মানবতা প্রাণ আদি-
ঊষার আলোকে হৃদয়ো ঢুলিতে-
হই মোরা প্রতিবাদী।


প্রিয় কবি খসা হক মহাশয়ের আজ প্রকাশিত নষ্ট মনে বাজুক তোমার জয়গান কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
সদগতি


যাকে তাকে ছুঁয়ে দেওয়া-পরতে পিঠে ডান্ডা লাঠি-
ভাববাসার হাল হকিকত-হেসেই আমি
লুটোপুটি।
চুনোপুঁটি প্রাণটি আমার-দুঃখ অনেক হৃদয় ছিলো-
প্রেম করিনি ধোকাও নেই-ধোকলা প্রাণ
কেমন যেন।
এখন ভাবি তাই তো কবি-ভালই আছি-ভালোবাসা-
নাইতো গান সখীর টান-নেইকো কোনো
এমন আশা।
আশাই নেই মরতে কেমন-গোলাপ জল আর বাংলা মদ-
দেশ বিদেশী ডুবতে প্রাণ-মিলতে প্রেমের
ছলের খাদ।
যাকে তাকে ছুঁই নাকো-এমন পাগল নেইকো মতি-
তাইতো ছড়া পদ্য লিখি-করতে প্রাণের
সদগতি।