দেখতে দেখতে কখন যে ৭০০ কবিতা পার হয়ে গিয়েছে বুঝি নাই। আজকের তিনটি নিয়ে ৭১৯ আসরে।


মজা


রে বুলবুল আজ কেউ নেই-আসরটা এমন স্লো-
কেমন করে কাকে দিব-কবিতার ওই দারুন ব্লো।
অষ্টমী তাই বলে কি-সবাই ভেগে গেলো নাকি-
রাস্তাপানে আজ মজা তোর! কি মজা না-শিস পাখি!
ঘর পরিবার পাঠিয়ে দিলাম-পূজা ওরা দেখুক না-
চল বুলবুল দেখতে থাকি-তুই আমি আর মদনা।
ছোট বড় হরেক রকম-আঁচল ঢাকা ময়না পাখি-
দ্যাখ বুলবুল আজকে সবাই-দেবেই নাকি ভীষণ ফাঁকি।
এই ফাঁকেতে লিখতে থাকি-শিস বাজালি কেন বে-
দেখতে পেলি নাকি তুই-দাড়া আমি আসছি রে।
তাই তো বে-দারুন দেখি-অস্পরা কি পরী রে-
এমন দেখা দেখলে পরে-লিখতে কেমন পারবো রে।
খাচ্ছে মাথা ঢাল রে বুল-বুলি তুই আছিস কই-
আরে বাবা ছুটিস কেন-ধরতে সেই দারুন সই।
দেখ বুলবুল করছি মানা-দ্যান দ্যানা দ্যান পরেই যদি-
আমি বাবা দূরেই রবো-একাই তুই মার খাবি।
এই খানেতেই থাক না বসে-অভাব হেথায় আছে কি!
বেকার তুই দৌড়ে বেড়োস-ভাবিস হেথায় পাচ্ছি না-কি।


প্রিয় কবি বিভাংশু মাইতি মহাশয়ের আজ প্রকাশিত ভুল করে ভুল কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
চিতা


কি আর হবে ওসব দিয়ে-একদিন তো যেতে হবে-
শ্বশান ঘাটের ওই পারেতে-তোমার আমার চিতা রবে।
মন ধিক ধিক জ্বালাই কেন-দুঃখ কেন পরান মতি-
সৎ ভাবনায় কাটতে জীবন-কান্না কেন ভীষণ গতি।
মন্দ বায়ু বইতে বাতাস-মন আঙ্গিনায় তুলছে রব-
ভালোবাসায় কাটাও জীবন-বিষাদ কেন কলরব।
সবই মিছে এই ধরাতে-হৃদয় ভ্রমের ভোমরা মতি-
ভ্রমের মায়ায় কাটাই জীবন-ধরতে সুখ প্রজাপতি।
ধন গরিমায় উচ্চে শির-কামনাতে সাগর মেলি-
বিষয় আসয় বিরোধ বিবাধ-বিষের মহল চলতে খেলি।
কি আর হবে ওসব দিয়ে-একদিন তো যেতে হবে-
শ্বশান ঘাটের ওই পারেতে-তোমার আমার চিতা রবে।
মন ধিক ধিক জ্বালাই কেন-দুঃখ কেন পরান মতি-
সৎ ভাবনায় কাটতে জীবন-কান্না কেন ভীষণ গতি।


প্রিয়কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত অপূর্ণ আরমাণ কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
ধনতন্ত্র জিন্দাবাদ


হু! কারে কি কন কত্তা-কুকুরের লেজ কি সিধা হয়!
হাঃ হাঃ হাঃ এসব ছেদো কথা আমারে হাসায়।
হায় রে ভগত সিং-হায় ক্ষুদিরাম-হায়রে বি বা দি!
কোন সুখ তোর জনমে জনমে-আদি নিরবধি!
হাঃ হাঃ হাঃ কি যে কন কত্তা-এসব ছেদো কথায় হবেটা কি!
হাঃ হাঃ হাঃ ধন আর তার গরিমায়- আমরা খুশি দেশবাসী।
ও হো! ও হো! ধনতন্ত্র জিন্দাবাদ-সদাই মোরা তারে পূজি-
সাম্যতা আর সমাজবাদ-কি হবে কি-কেন খুজি?
খুজলাতে কি করবো ঘা! এমন নাই মোদের মতি-
কোন ক্ষুদিরাম কোন সে ভগত-তাইতো তাদের করুণ গতি।
অরুণ আলোক বইছে ধরায়-ধনতন্ত্র জিন্দাবাদ-
সাম্যতা আর সমাজতন্ত্র-বলছি মোরা চুলায় যাক।