প্রিয়কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের গতকাল প্রকাশিত ধর্মে সহঅস্তিত্ব কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
নিকষ কালো


দ্বন্দ্ব দ্বেষে জীবন তারা-নয়ন তারায় নিকষ কালো-
ধর্ম দিল জলাঞ্জলি-নিবলো ধরার শ্রুভ্র আলো।
ঘন কালো আকাশ হলো-দীন প্রাণের মতি-
অধর্ম মন্ত্রণাতে-করাল হলো জীবন ভাতি।
মানবতার হত্যা হলো-রক্ত লহু বন্য প্রাণ-
শ্বাপদ জীব দত্যি ফনা-চৌদিকেতে দুখের বান।
অধোগতি চরম সীমায়-মায়ানমারের হিংস্র জাতি-
জাতের নামে জাত বজ্জাত-শান্তি নোবেল পশু পতি।
পশুর রাজা পাশবিক-ধ্বংস গানে মাতলো বীণ-
কলির কলা নিত্য খেলা-মানুষ মারে হৃদয় দীন।
বুদ্ধদেবের হতাস বাণী-মুক্ত হাওয়ায় বাদুর ঝোলে-
লক্ষ হাজার প্রাণের গতি-ওই জাতের ওই হল্লাবোলে।
ধর্মের গীত ধর্মে লেখা-পাপিষ্ঠ ছলনা বুলি-
ভেদ আভেদে কোন্দলেতে-ধর্ম দিল চরণ দ'লি।
দ্বন্দ্ব দ্বেষে জীবন তারা-নয়ন তারায় নিকষ কালো-
ধর্ম দিল জলাঞ্জলি-নিবলো ধরার শ্রুভ্র আলো।


প্রিয়কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত সৎ কেন সরে ?-(ব্যঙ্গ) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
রোশনী


যুগে যুগে কালে কালে পাপিষ্ঠ কদাচারী-
অধর্ম উদ্যত উগ্র সে দুরাচারী-
শত প্রাণ শত বলে-ছলনাতে কৌশলে-
পদাঘাতে ধর্মেতে-প্রাণ কাড়ে ছলে বলে।
ইতিহাস সাক্ষী-মহাকাল পাঁক বেয়ে-
কালীকায় বল পেয়ে-শক্তিতে আসে ধেয়ে-
ছিন্ন সে মুণ্ডিতে-বিনাশিতে দুরাচার-
রক্তের ফল্গুতে-শোধ নিতে বার বার।
অশনির সংকেত-পাই আমি দিকে দিকে-
রোশনীর গতিধারা-ধাবমান পৃথ্বীতে।
আমি কবি লিখে যাই-অন্তর বহে বারি-
যেন নিতে দুই হাতে-ক্ষুরোধার তরোবারি।
যুগে যুগে কালে কালে পাপিষ্ঠ কদাচারী-
অধর্ম উদ্যত উগ্র সে দুরাচারী-
শত প্রাণ শত বলে-ছলনাতে কৌশলে-
পদাঘাতে ধর্মেতে-প্রাণ কাড়ে ছলে বলে।


প্রিয় কবি অনীক মজুমদার মহাশয়ের আজ প্রকাশিত মন্তব্য কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
কাব্য নদী


কবিতা লেখা ভীষন সহজ-যা দেখি তাই লিখে যাই-
আলাদিনের প্রদীপ আছে-ঘষা দিলেই ছন্দ পাই।
এই না দেখুন সখী আমার ডেঙ্গুজ্বরে দারুন কাবু-
গলার থেকে রক্ত এলো-দৌড়ে ভেগে বদ্যি বাবু।
আর্জেন্ট তাই বলে কয়ে-সাত জলদি দেখিয়ে দিলাম-
ফিসটি দিয়ে দৌড়ে ল্যাবে-চট জলদি রক্ত দিলাম।
এইমাত্র এলাম ফিরে-আসর টাতে একটু উঁকি-
কি জানি কি হয়রে বাবা-দেবেই নাকি প্রাণটি ফাঁকি।
কি জ্বালাতন কি জ্বালাতন-ডেঙ্গু জ্বর কেনই হয়-
এই শহরেই মরলো কজন-লাগছে এখন আমার ভয়।
বড় মেয়ে এখন এলো-করতে মায়ের যত্ন সেবা-
আজকে আমায় আসরটাকে-একটু আমায় ক্ষমা দিবা।
হয়তো আজ দুইটি কলি-ফুটতে বাঁধা আসলো যদি-
দিলাম কথা পুষিয়ে দেব-বইয়ে দিতে কাব্য নদী।
কবিতা লেখা ভীষন সহজ-যা দেখি তাই লিখে যাই-
আলাদিনের প্রদীপ আছে-ঘষা দিলেই ছন্দ পাই।