প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "জাদুগরী নেতা-(ব্যঙ্গ)" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
সত্যম শিবম্ সুন্দরম


সত্যম শিবম্ সুন্দরম! কপচান ক্যান ন্যাতার কথা-
দারুন মোহ মনোরম-
সেই জাদুতে ভুলভুলিতে ভোট তো দ্যান হরদম।
টিপতে বোতাম লম্বা লাইন-উজবুক কি বলদ গরু-
টিপেন বোতাম দ্যান ধ্যানা ধ্যান-
তার গোরেতেই দিলেন গুরু।
এখন ক্যান্ লম্বা জিব-লকপকিয়ে লম্বা ছাড়েন-
এতই যদি উপচে দরদ-
ভোট বয়কট করতে পারেন।
তাও যদি বা দিলেন গুরু-চক্ষু মুদে দেবেন ভোট-
সব ব্যাটারাই হারামজাদা-
জিতলে পরেই করবে ঘোট।
দাঁত কিটমিট হয় যে গুরু-ন্যাতার কথা বাজলে মনে-
মন কি বাত মন মানেতে-
আগুন জ্বালায় গনগনে।
নোট বন্দী জানেন গুরু-দেশের ক্ষতি হলো কত?
আট হাজার কোটি টাকা-
রগ দগদগ দারুন ক্ষতো।
চোদ্দ হাজার কোটি টাকা-ব্যাঙ্কে ফেরৎ আসে নাই-
বাইস হাজার কোটি টাকা-
নতুন নোট ছাপতে ভাই।
দেশের ধন পোদ্দারিতে-যেমন কিছুই বাধা নাই-
হায় রে গুরু-ভোট বাক্সে-
ভোটটা তারে দেওয়া চাই।
সত্যম শিবম্ সুন্দরম! কপচান ক্যান ন্যাতার কথা-
দারুন মোহ মনোরম-
সেই জাদুতে ভুলভুলিতে ভোট তো দ্যান হরদম।


প্রিয় কবি বোরহান বিন শিহাব মহাশয়ের আজ প্রকাশিত "চোর দম্পতি" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
দু পাইস


হাড়ির খবর হাটে ভেঙ্গে দিলেন তো!
এখন যদি ডান্ডা নিয়ে আসলো তেড়ে-
তেপান্তরের মাঠটা খুজে পাবেন তো।
সেই ঠিকানা আমার জানা-মাইরি দাদা বলছি ঠিক-
দৌড়ে ভেগে যাবেন কোথায়-
হন্যে হয়ে দিক বিদিক।
খাঁকির ভেষে চোরের দেশে-চক্ষু মুদে চলুন দাদা-
নইলে পিঠে ডান্ডা বাড়ি-
দুই চোখেতে অনেক কাঁদা।
টস করে ফট ফাঁসিয়ে দেবে-লৌহ কপাট সামনে পিছে-
সর্ষে ফুল দুই চোখেতে-
ধরলে চেপে কাঁকরে বিছে।  
বুদ্ধি এক আছে খাঁসা-বাতলে তবে দিচ্ছি ভাই-
দু পাইস করলে ফাঁকা-
সেই দেশেতে পুলিশ নাই।


(গদ্য কবিতা প্রয়াস দুই)
প্রতিভা


কবিতা লেখা কবে থেকে শুরু হয়েছে-তা আধুনিক কিছু আলোচনা থেকে-
পরিষ্কার ভাবে বুঝতে পারলাম।
আধুনিক জগৎ সৌন্দর্যের প্রতীক নগ্নদেহী স্ত্রী লোক কে-
আধুনিকতার আলোকে যখন উদ্ভাসিত করে তখন-
প্রস্তর যুগের ছাল বাকল পরিহিত স্ত্রীলোক-
আমার কল্পনায় আলোকিত হয় ।
প্রাচীন গুহার চিত্র কবিতা-
আবার ডট কবিতা চিহ্ন সংকেতে লেখা কবিতা-
আমায় বর্ণ পরিচয়ের আগের যুগে-
বন মানুষ দের কথা স্মরণ করাতে বাধ্য করে।
তাহলে কি মানতে হবে-সাহিত্য  চর্চা-
আরও সব আধুনিকরনের সাথে সাথে
নিন্মানুভূতি হতে হতে-
প্রস্তর যুগে পৌছে গেছে।
নাকি সে লালিত্য রচনা প্রতিভা নাই তাই।


প্রিয় কবি দীপ্তি রায় মহাশয়ার আজ প্রকাশিত "অনু-১১" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
সুপ্ত আশা


পরাগ রেনু ঝমঝমিয়া-
হাওয়ায় কথা কয়-
গুপ্ত ঘরের সুপ্ত আশায়-
ফুলের আঙ্গিনায়।