প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "অসাড় আচার বিচার" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
দূরাসুর


আগাছাতে ভরে গেছে দশদিক-পাপিষ্ঠ লোভাতুর-
মানুষের বেশে মানুষের দেশে-
দিকে দিকে বিরাজিত দূরাসুর।
সমুদ্র মন্থণে অমৃত ওঠে নাই-
গরল সে পান করে-মানবের দিশা নাই।
বিষাক্ত গরলেতে ছেয়ে গেছে অন্তর-
সুখ ধরা বুলি সুর-দূরে গেছে প্রান্তর।
অশান্ত খরো বায়ু-হিংসা ও বিদ্বেশ-
জ্বলে প্রাণ অন্তর-ধরনীর অবশেষ।
যুদ্ধের দামামাতে-জাত পাত গতি নাই-
হিংসার বহ্নিতে-লহুস্রোতে ভাসে তাই।
ভাই ভাই নাই নাই-দাউ আর কুড়ালেতে-
ছোরা ফুকে বুকে পিঠে-ছুপে রয় আড়ালেতে।
ধর্মের বাণী কাঁদে-বিচারের দিশা নাই-
হাহাকার রবধ্বনি-দিকে দিকে শুনি তাই।
আমি কবি লিখে যাই-অন্তর কাঁদে প্রাণ-
কবে হবে ধরাতলে-পশু রাজ অবসান।
দিকে দিকে ছেয়ে যাবে-সোনালি সে প্রান্তর-
সাম্য ও একতার-সুবিমল অন্তর।


প্রিয় কবি এম এ সালাম মহাশয়ের আজ প্রকাশিত "আকাশ ভাঙ্গার ভয়ে" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
উন্মোচন


মৃত্যু শ্বাশত চিরন্তন।
তবুও ব্যার্থ প্রচেষ্টা করেই চলে মানুষ-
বেঁচে থাকবার প্রবল ইচ্ছা-
ভোগ লিপ্সা আশা আকাঙ্খা।
সুন্দর এ ভুবন-ছাড়িবারে নাহি চাহে মন-
দুর্নিবার ঘূর্ণিপাঁক তবুও প্রবল আকর্ষণ।
জরাকাল যবে ব্যর্থ জীবনের তরে করে আস্ফালন-
একদা রচিত সামাজ্য ভেঙ্গে পরে-
তাসের ঘরের মতো-
নির্মম নিষ্ঠুর এক হিংসার্ত পৃথিবী-
গৃদ্ধের দল সার বেঁধে চরম ক্ষণের অপেক্ষায়-
ওঁত পেতে থাকে-
জগৎ সংসারের সারবত্তা হয় উন্মোচিত।
উদিত দুর্বল চিত্তে মন বিকশিত হয় নারায়ন-
মিলতে চায় অনন্ত অনাদির বহমান শ্বাশত তরঙ্গে।
চর্কাকারে আর্বতিত রচিত এ মানব শৃঙ্খল-
অন্তরালে হাসতে থাকেন বিধাতা।


প্রিয় কবি খসা হক মহাশয়ের আজ প্রকাশিত "স্রষ্টার ঠিকানা" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা
স্তুতি


স্রষ্টার ঠিকানা! সে তো গানে গানে-
সে তো প্রাণে প্রাণে-চিত্তে চিত্তে বিলীন-
শুচি সে আত্মা পরম পুরুষ সদা অমলিন।
কাল হতে কাল অনন্ত প্রবাহ মহাকাল মহামায়া-
নিরাকার বিরাজে রূপ সে কভু-কভু ধরে কায়া।
এ ভূতল সাগর বাতাস আকাশ বিশ্ব সসাগরা-
রূপ সে আদি রূপ সে তাহার-অবাক মুগ্ধ করা।
লক্ষ কোটি সহস্রাদি মুক্ত হীরে কণা-
গহিন আঁধার রাত সে আকাশ-জ্যোছনা চাঁদে ভরা।
দূর বহুদূর নাই ঠিকানা-অসীম ধরা রূপ সে তার-
আকাশগঙ্গা অলোকনন্দা-রং বাহারী রূপ সে তার।
কুন্ডলিত ধুমায়িত-ধুল সে জটাজ্বাল-
দীপ্ত প্রকাশ পরম পুরুষ আলোক সমুজ্জ্বল।


শত সহস্র কোটি অগনিত-সসাগরা বিশ্বাধিপতি-
প্রজাপতি ব্রহ্মা মুদিত নেত্র জোড় কর গাহি তব স্তুতি-
তুহি প্রাণ তুহি মন-তুহি অঞ্চল কায়া-
তুহি বিশ্ব তুহি সাগর তুহি প্রাণ মনোহরা।
সুমতি মাগিনু হে পরম পুরুষ হে বিদ্দ ভগবন-
গাহিতে এ জীবন পরম-ভব পারাবার করিতে লঙ্ঘন।  


প্রিয় কবি মোনায়েম সাহিত্য মহাশয়ের আজ প্রকাশিত "কথা অমৃত-৭৯" কবিতার উত্তরে কমেন্ট বক্সে এক্ষুনি লেখা কবিতা।
(ফাউ কবিতা)
ধর্ম মানে


ধর্ম মানে ঞ্জান ধর্ম মানে সহিস্নুতা ধর্ম মানে উদারতা
ধর্ম মানে তিতিক্ষা ধর্ম মানে ত্যাগ
ধর্ম মানে রীতি অণুশাসন
ধর্ম মানে জাতি বর্ন উর্ব্ধে উঠে
মানুষের জয়গান।
ধার্মীক যে জন
ক্ষমা দয়া মায়া ত্যাগ তিতিক্ষা
তার উপনয়ন।