প্রিয় কবি খলিলুর রহমান মহাশয়ের আজ প্রকাশিত "পৃথিবীকে" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
মণিহার


এ পৃথিবী শুধু দিতে জানে নাহিতো মাগিবারে কিছু নাই-
সাগর উদার বাতাস ভূমি-অরন্য পর্বত ভূম আলো ছায়া রোশনাই।
প্রভাতে রবির দীপ্ত কিরণ-পাখ পাখালির মৃদু কুহুতান-
জলতরঙ্গের গতি আনে প্রাণে-ধরিতে এ প্রাণ মহান।
অরন্য আদি ফল ফলাদির-শ্যামল সবুজ ফলিতো প্রান্তর-
ধান্য আদি রোপিত শস্য-প্রাণালোক দিয়ে যায় দিবাকর।
মেদিনী আকাশ ঝর ঝর ঝর-জলধিতে বারি সিঞ্চিত-
সোনাধন ফলিতে আকাশ বারিতে লেপিতে হরিৎ ক্ষত্র।
কুলু কুলু রব প্রবাহিত নদী-মাতৃ বরণো উর্বরা পান্তর-
গড়িতে শহর নগর ও গ্রাম-বসত ভূমি সে মেলিতে অন্তর।
সাগর ও নদী সে পুষ্টির ভূম-মৎস আদি সে জলজ প্রাণ-
সোনালি ভান্ডার সে ভূম-ক্ষুদা নিবারণে যোগান সে অফুরান।
প্রাণ বায়ু অবারিত আকাশ বাতাস-মিষ্টি সে ভূম স্বর্গের দ্বার-
গোলাপ বকুল জুই মালতি-সে ভূম পদ্ম গোলাপ ফুঁটিবার।
কাননেতে কলি গুঞ্জনে অলি-শত ফুলে শত সমাহার-
ষর ঋতু ঘুরে ফিরে ঘুরে ফিরে-দিয়ে যায় মণিহার।
স্বর্গের দ্বার হে মাতা হে ভূম-তোমার চরণে ঠেকাই মাথা-
তোমারি দানেতে তোমারি গানেতে রচিতে রূপকথা।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "অবহেলিত অবতার" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
নিরানন্দ


দিকে দিকে ছলা কলা প্রবঞ্চণা-বিবেক রহিত সমাজ-
ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়!তাই-
দোষ নাই দোষ নাই দোষ নাই-দিকে দিকে রোশনাই-
জলন্ত অঙ্গারে ধিকি ধিকি পরাণেতে-মন তায় বশ নাই।
দোষ নাই দোষ নাই দোষ নাই।
হিংস্রতা বাস বিষে-রোশনাই দিকে দিকে-বিষাক্ত ফাঁদ পেতে দুঃখ-
বিশ্বাস চুর চুর-ভালোবাসা বহুদূর-দিকে দিকে রক্ষ-
নিঃশ্বাসে ঢেউ তোলে-কেউটের বিষ গলে-দ'লে দিতে চায় প্রাণ-
ছলা কলা দুরামতি দুরন্ত পায় গতি-বিষাক্ত অঙ্গাণ।
তায় মন বশ নাই-বিবেকেতে হুশ নাই-ভাল কিবা মন্দ-
বুঝে নিতে হৃদে নিতে-তায় নিরানন্দ।
দোষ নাই দোষ নাই দোষ নাই-দিকে দিকে রোশনাই-
জলন্ত অঙ্গারে ধিকি ধিকি পরাণেতে-মন তায় বশ নাই।
দোষ নাই দোষ নাই দোষ নাই।


প্রিয় কবি ধীরোদত্ত মল্লিক মহাশয়ের আজ প্রকাশিত "৭১' এর জীবন্ত জ্যান্ত আগুন" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
ভন্ড তপস্বী


ভ্রষ্ট রাজনীতিক গণেরা দেশটাকে তাদের-
বাপের তালুক জায়গীর ভাবে-
আর যেভাবে ইচ্ছে লুটেপুটে খায়-
হরিবোলের বাতাসার মত
জনগন তাদের কাছে-
উচ্চিষ্ট নিকৃষ্ট জীব ছাড়া আর কিছুই নয়।
ভন্ড তপস্বীর বুলি-মুখে জগতং মারিতং ভাব-
কাজের বেলায় লবডঙ্কা-
ঠান্ডা ঘরে বসে খেলতে থাকে-
নোংরা রাজনীতির খেলা।
চাটুকার আর স্বতকেরা-
গুন্ডাবাজি লুঠ খুন ধর্ষণ করে জনসাধারনকে
ভীত সন্ত্রস্ত করে রাখে-
টু শব্দ্দ করলে টুটি ছিড়ে খেয়ে নেবে যেন।
কে তুলবে আওয়াজ!
এদের বিরুদ্ধে লড়াই করতে হলে দরকার সামাজিক বিপ্লবের।
দেশ জাতি জনগনকে একত্রিত হতে হবে-
গন অভ্যুথ্থানই একমাত্র বিকল্প।
জেগে উঠুন মানুষ জেগে উঠুন জাতি-
একত্রিত ভাবে ঝাপিয়ে পরুন রণে-
দু দিনেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে
এসব ভ্রষ্টাচারী দুর্নীতিপরায়ন অপদার্থসকল।
জয় হিন্দ বন্দেমাতরম।


প্রিয় কবি সঞ্চয়িতা রায় মহাশয়ার আজ প্রকাশিত "দায়" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)


নীল তিমি


নীল তিমি
      তাই খাচ্ছে প্রাণ-
         চরম নেশার-
             ফাঁদ পাতি।
          ইন্টারনেটের কূফল এসব-
                অবশ করা
                     জ্বাল পাতি।