ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে কবিগুরু রবি ঠাকুরের "অকর্মার বিভ্রাট" কবিতাটি পুনঃ নির্মান হলো আজ।


"অকর্মার বিভ্রাট"


নারদ নারদ ! দিবানিশি করিতে গমন,
স্বর্গ মর্ত পাতালো দেশে
ঢেঁকিতে করিতে
ভ্রমণ।
দিক হতে দিকে ওড়ে মহাকাশ পাড়ি দিতে,
লহমাতে লোকে যেতে
স্বর্গ কি মর্ত-কিবা
পাতালেতে।
ধ্রাবমান ঢেঁকিতে আরাম কি কেদারাতে,
নারদ নারদ ! আহা! জ্বাল বোনে
দিবারাতে।
ঢেঁকিটাই ভাবে শুধু উড়ে উড়ে ক্লান্ত,
লোক হতে লোকে যেতে
দিশাটাই ভ্রান্ত।
তাই ঢেকি জবাবেতে বিভ্রাটে মন দিল,
নারদ নারদ ! ঢেঁকিটায়
গলে গেল।
একি দশা উড়ে নাতো কি যে হল ঢেঁকিটার,
স্বর্গতে রোগ নাই-কোথা পাবে
ডাক্তার।
মোক্তার মত দিল বেশ ভাল গড়নটা,
ঢেঁকিটাতে ধান ভাঙ্গি-চাল হবে
গোটা গোটা।
সেই হতে ঢেঁকি ধান-ধাপ ধাপ ভাঙ্গতে,
ঢেঁকিটার প্রাণ যায়-কানতে
কানতে।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "ঝাড় ফুঁক-(ব্যঙ্গ)-৪" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা গীতিকাব্য।


আহা!


আহা! এমন বিধান কত্তা দিলেন
হত্তা দিয়ে ধরতে দেব,
ফুল চন্দণ ঝরতে জীবন
হর হর মহাদেব।


আহা! গামছা পেতে গামছা বেঁধে
রামছাগলের নৃত্য গানে,
আহা! আহ! বদ্যি বেটার কাম নাই তো
পুরোহিতের জয়োগানে।


আহা! ধরতে দিশা প্রাণের লগন
কর্ম করণ করেন কজন,
আহা! ধরলে পূতের গামছা দড়ি
জীবন পাখি করবে কূজন।


আহা! স্বজন কজন দেখতে লোকে
হাসতে দিতে যন্ত্রণা,
আহা! দিব্যি ওরা ভাজতে খই
দিতেই নানা মন্ত্রণা।


আহা! এমন বিধান কত্তা দিলেন
হত্তা দিয়ে ধরতে দেব,
ফুল চন্দণ ঝরতে জীবন
হর হর মহাদেব।


হর হর মহাদেব।


প্রিয় কবি অনীক মজুমদার মহাশয়ের আজ প্রকাশিত "নেশার ঘোরে" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


মদের নেশায়


মদের নেশায় মাতাল হলাম
বুলবুলি কই  গেলি বে,
ঘুরছে আমার বন বন বন
টলমল পা হচ্ছে রে।


ডাবল ডাবল দেখছি আমি
চলতে গেলেই ড্রেন,
রাস্তাগুলি পালিয়ে বেড়োয়
উড়ছি যেন প্লেন।


খেই হারিয়ে পূজার ঢাকে
বোতল হাতে ঘুরছি বে,
দেখতে লোকে রং তামাসা-
হেথায় জড়ো হচ্ছে রে।


সিদ্ধিপূজা হচ্ছে হেথায়
মনের আগুন ঝরতে বারি,
বুলবুল তুই কোথায় গেলি
ধরনা আমায় তাড়াতাড়ি।


মদ খেয়েছি খাবই আরো
দেখুখ না লোক মুখ ভেঙ্গিয়ে
ও বুলবুল জলদি আয়-
দেয় যদি মার দেয় ঠেঙ্গিয়ে।


প্রিয় কবি নীরা নার্গিস মহাশয়ার আজ প্রকাশিত আঁধারে একাকী কবিতার উত্তরে কথ্পোকথনে কমেন্ট বক্সে লেখা কবিতা। (ফাউ কবিতা)


প্রশান্তি


কি হবে আশারো কিরণে মন ঢেলে,
কি হবে বেদনায় মন পাখনা মেলে,
জীবন তো একদিন..................।
একদিন শ্বাশত চিরন্তন-
সুপ্ত হৃদের গুপ্ত সন্তরণ-একদিন.........।
তারা সবে জেগে রবে-মৃগাঙ্ক শশী ভবে-
চন্দ্রিমা আলো দেবে শুধু........................।  
রহিবেনা কায়া তনু-
আকাশেতে রবে ভানু শুধু.....................।
কি হবে আশারো কিরণো দোলে-
দূরে রই অবহেলে-প্রশান্তি।