(রবি ঠাকুরের পর আবার রচনা হল শ্রেষ্ট দান)
শ্রেষ্ট দান


ক্ষুদ্র ব্যাবসায়ী ভোলা ভুলভুলাইয়া জীবন তার-
নিত্য ঘরে অভাব দারুন গিন্নি চুল ছিড়ছে তার।
ক্ষুদ্র তার দোকান পাট-নাই চলে না তমন কোনো-
মল বাজারে ছুটছে সবাই-অনেক অফার অন্ধ যেন।
চাল বাড়ন্ত হয় যে ঘরে ছেলেপুলে শীর্ণ হয়-
এই বেলাতে পরামর্শ সুহৃদ এক দিল তায়।
বৃহন্নলা স্মরণ দিল তার হতে নাও একটি টাকা-
ক্যাসবাক্সে রাখলে তাহা-ঘুড়বে তোমার ভাগ্য চাকা।
সফর কালে রেলগাড়িতে-শহর পানে যাবার টানে-
বৃহন্নলা হটাৎ এসে-তাল ঠুকে চায় পয়সা গানে।
দশটি টাকা দিল ভোলা-পাঁচটি টাকা ফেরৎ চায়-
পাঁচটি টাকার একটি কয়েন-বৃহন্নলা ফেরৎ দেয়।
ফেরৎ ভোলা দোকান ঘরে ক্যাসবাক্সে রাখলো ফাঁকা-
ছেলেপুলে অনাহারে এমন তেমন যায়না দেখা।
হটাৎ এক শীর্ণ দেহী ভিক্ষু এক কোলে শিশু-
হাত পেতে কয় শিশু আমার দুই দিনেতে খায়নি কিছু।
চোখ ছলছল করলো ভোলার দেবার কিছুই নাইতো আর-
বৃহন্নলার কয়েন খানি-ভাগ্য ফেরার কলটি তার।
তাহাই তুলি দিল তারে-মানুষ ভোলা সেলাম করি-
শ্রেষ্ট দান দিল ভোলা-ভাগ্য চাকার ভুলভুলি।


প্রিয় কবি গোপাল চন্দ্র মহাশয়ের আজ প্রকাশিত ঞ্জানের পতন-(ব্যঙ্গ) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
শয়তান


বহিছে অশ্রুর ধারা ক্রুরতার অবশেষ-
দেশে দেশে জ্ঞান হরা দানবতা সন্দেশ।
হিংসা ও বিদ্বেষে রতি বায়ু পূতিময়-
দেশে দেশে দিকে দিকে ঘোর কালো অন্যায়।
বিভীষিকা সম প্রাণ-ভয় ভীত ধরা সাজে-
পদে পদে প্রতারণা-ছলা কলা ধ্বনি মাঝে।
প্রেম প্রীতি ভালোবাসা-মানবতা সীমানাতে-
হানাহানি হিংস্রতা স্বামী লাগি প্রিয়া কাঁদে।
মাতামহ কেঁদে ওঠে-হত্যা সে শিশুপ্রাণ-
মানবকে কেঁটে খায়-সু চি নামে শয়তান।
জ্ঞান বায়ু প্রদীপ্ত-শিখা তারি বুঁজে যায়-
হাহাকার ধ্বনিরবে-কান্নায় কান্নায়।
ধর্মতা কোন্দলে ভেদভাব বায়ু বহে-
লহুস্রোত হিংস্রক রক্ত সে আবহে।
দুরাচারী শয়তান লক লকে রসনাতে-
আমি কবি কেঁদে ফিরি-নিত্য সে দিনে রাতে।
দয়া করো প্রভু জাগো-পাষাণ সে শিলা হৃদে-
দয়া দানে উদ্ধারে-দীন প্রাণ মানবেতে।


প্রিয় কবি ডা. প্রদীপ কুমার রায় মহাশয়ের আজ প্রকাশিত কবিতা "ভালোবাসা কাকে বলে" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
আয়োজন


প্রেম ভালোবাসা জীবের সহজাত প্রবৃত্তি
পাঠ্শালা নাই প্রয়োজন-
নাই দরকার পুঁথি নাহি লাগে বিদ্যা-
নাহি কোনও আয়োজন।
জীবে দয়া প্রেম প্রীতি-হৃদয়ের বন্ধন হৃদয়েতে রহে-
রোমাঞ্চ প্রেম সে দিব্য-বন্য সে পশুতেও বহে।
অপত্য স্নেহ-মায়া দয়া ভালোবাসা জীবকূল পশুপাখি-
খাদ্য সে ক্ষুদ কণা-চঞ্চুতে বহে পাখি।
অপত্য অনাবিল-স্নিগ্ধতা চেয়ে রই-
অনন্ত প্রেম হৃদে-নাহি চাহি খাতা বই।
প্রেম ভালোবাসা জীবের সহজাত প্রবৃত্তি
পাঠ্শালা নাই প্রয়োজন-
নাই দরকার পুঁথি নাহি লাগে বিদ্যা-
নাহি কোনও আয়োজন।


প্রিয় কবি সুদীপ কুমার ঘোষ (চোখেরবালি) মহাশয়ের আজ প্রকাশিত "একটা কবিতা লিখতে" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
কবিতাই


মনের হরষে লিখে চলি-উড়ে আসে কথাকলি-
নিয়ম বন্ধন কিছু নাই-
কবিতাই কবিতাই।  
যাই পাই তাই লিখি-যাই দেখি তাই লিখি-
কড়াকড়ি নাই-খাই খাই নাই-চিন্তাই-
নাই নাই নাই-কবিতাই কবিতাই।
যাই ভালো লাগে ভালো-দিতে জাগে মনে আলো-
লিখে যাই-
হরষেতে নেচে দুলে-ভরা নদী পাল তুলে-ভুলে যাই-
আপনারে ভুলে যাই-
মনের হরষে লিখে চলি-উড়ে আসে কথাকলি-
নিয়ম বন্ধন কিছু নাই-
কবিতাই কবিতাই।