প্রিয় কবি সুদীপ্ত বিশ্বাস এর আজ প্রকাশিত কবিতা জীবনচক্র কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
নির্বাণ-৩য় পর্ব


এই তো জীবন।
এভাবেই এগিয়ে চলতে থাকে মোক্ষের পানে-
তারপর একদিন............
একদিন মিলে যেতে হয় নীল নীলিমায়।
জীবন দর্শণ উপলব্ধিতে আসে পরম সুখের ছোঁয়া।
নাহ! কিছুই নাই চিরস্থায়ী বন্ধোবস্থ সবই ক্ষণস্থায়ী-
সুখ দুখ মায়া মোহ-
লোভ ভোগ লিপ্সা আশা ভালোবাসা-
চাওয়া পাওয়া নেওয়া দেওয়া-
কাম রতি ক্রোধ-বিষয় আসয় সম্প্তত্তি!
সব ফেলে একদিন...............।
জাগতিক বন্ধন ছেড়ে পাড়ি দিতে হয়-
অনন্ত অসীম মহাকালের স্রোতে।
কি লাভ বিরহ বিষে জ্বলে!
একদিন!একদিন তো যেতে হবে-
এ মায়া বন্ধন ছেড়ে।
তাই তো চাওয়া পাওয়ায় নাই মোর কোনও আসক্তি।
যা পাই তাতেই তৃপ্তি-যা হারিয়ে যায়-
নাই নিরাশা নাই দুঃখ।
নাই আশা নাই আকাঙ্খা শুধু এ পৃথিবীকে-
এ শিশুর বাসযোগ্য করে যাবার প্রচেষ্টা।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত নির্মম জঘন্য কৃত্য কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।(ডেফনী কইরুয়ানা গলিজিয়া উনি ছিলেন মাল্টা দেশের একজন বিশিষ্ট সাহসী মহিলা সাংবাদিক ও তার পরিবার ছিল পানামা পেপার্স লিক করবার অন্যতম কারিগড়)
সৈনিক


এক পৃথিবী বিষাদ গ্রাস করিতে ধরা-
সহসা সে বিস্ফোট লহুস্রোত লতপত-
বিষাক্ত প্রান হরা।
নিবেদিত দেশপ্রাণ নির্ভীক সৈনিক দুরন্ত লেখনীতে-
ঘুর্নির ঝঞ্ঝাতে শক্তি সে কলমেতে-
রাজনীতি ভিত কাঁপে।
ঘোটলা সে পানামাতে-দুরন্ত কাজে মেতে-
অপত্য নিজ তার-
মাল্টাতে কেড়ে আনে-পুলিত্জার পুরস্কার।
দিকে দিকে ওঠে ঝড়-দেশে দেশে হলো ফাঁস-
দুলে ওঠে কুর্সি-
রাশি রাশি প্রমানেতে-গদি হলো টলমলো-
গলে গেঁথে বড়শি।
হিংস্র সে নেকড়েরা প্রতিশোধে বোনে জ্বাল-ঘৃন্য সে হানাদারি।
ক্রুর প্রাণ হায়নারা গাড়িবোমা ছুড়ে তায়-
দিল তার প্রাণে দারি।
কলঙ্ক লেখা হল রক্ত সে কালি দাগে-
কবিতায় লিখি তাই-ইতিহাসে লেখা রবে।


প্রিয় কবি মুহাম্মদ মনিরুজ্জামান মহাশয়ের আজ প্রকাশিত এ কেমন ভালোবাসায় জড়ালে(গীতি কবিতা)র উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
অরন্য রোদন


হায় রে! অরন্য রোদনেতে নাহি ধরা দিল্ ধরা-
নাই নাই প্রেয়সীর-নাই নাই জীবে দয়া।
অনন্ত বেদনাতে বেদুইন মন কাঁদে-
ভীষণ সে দাবানল ইশারাতে চোখে ফাঁদে।
কেঁদে ওঠে হৃদমন দিবা কিবা রজনীতে-
অঞ্চল চঞ্চল ঘন ধরা অবসাদে।
রুক্ষ সে ছলনাতে মরুপ্রায় মৃত প্রাণ-
প্রনয় সে ঘন হৃদে-দিবারাতি হয়রান।
চাতক সে বারি জল-হাহাকার রব ধ্বনি-
অরন্য রোদনেতে-দিকে দিকে দিকে শুনি।
শূন্য এ বক্ষেতে-দাবানল বায়ু ময়-
বহ্নি সে গনগনে-হৃদয়টা জ্বলে তায়।
হায় রে! অরন্য রোদনেতে নাহি ধরা দিল্ ধরা-
নাই নাই প্রেয়সীর-নাই নাই জীবে দয়া।
অনন্ত বেদনাতে বেদুইন মন কাঁদে-
ভীষণ সে দাবানল ঈশারাতে চোখে ফাঁদে।