প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের "মনঃশিলা" কবিতায় উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
জ্ঞানবৃক্ষ


জ্ঞানবৃক্ষ প্রজ্বলনে অন্তঃকরণ সুধা প্রক্ষেপন-
মানব হৃদয় বিগলনে শিলা-
স্বর্ণ আলকো বিচ্ছুরণ।
ধরিতে কোমলো মতি জাগতিক মোহ মায়া-
স্থীতধী সে জন কাল স্থিতি লয়-
লালন করিতে দয়া।
দানবিক আচরণ শূল সম বিঁধে বুকে অশান্ত নিলয়েতে-
দিকে দিকে মনোঃ শিলা-কাঠিন্য জরাসম-
ভাব বায়ু তামসিকে।
অস্ত সে মানবতা-দিগন্তে গতি ধায়-লহুস্রোত বহে দিকে-
গুলাবি সে রং আশা-দিব্য সে ভালোবাসা-
চৌদিকে রং ফিকে।
অনন্ত অসীমেতে লুব্ধ সে প্রাণোবায়ু-ক্রুরতার বেগ ধায়-
হাহাকার ধ্বনি রবে-খরো প্রাণ মতি বায়ু-
দিকে দিকে অন্যায়।
পশুত্ব রাজতলে অসহায় দেশ জাতি-কান্না সে সুর ওঠে-
কাঠিন্য শিলা সম-নেকড়ের হিংস্রতা-
নখ থাবা দিকে দিকে।
জ্ঞানবৃক্ষ প্রজ্বলনে অন্তঃকরণ সুধা প্রক্ষেপন-
মানব হৃদয় বিগলনে শিলা-
স্বর্ণ আলকো বিচ্ছুরণ।
প্রভু হে দয়া ধরো বর দানে জ্ঞান দিতে-
বিগলিত করো শিলা-বরাভয় দিতে দিকে।


প্রিয় কবি ডলি পারভীন মহাশয়ার আজ প্রকাশিত একদিন ফিরে আসবে কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
একদিন


আসিবে সে আসিবে সে একদিন হৃদয় রুনুঝুনু বাজে মন-
আপন নিলয়ে গুঞ্জনে কলি-
প্রাণ দিব সমাপন।
আসিবে সে আসিবে সে একদিন।
পূজ্য সে মোর ক্ষুদ্র নিলয়-বহিতে সুখের দিশা-
উজ্জ্বল সে হীরক আলো-
দূর সে অমানিশা।
ঘোর সে তমা-ঘুচতে সে প্রান-গুপ্ত সোপান মুক্ত হবে-
গাইবে পাখি সুখের কলি-
মুগ্ধ সে সুর দীপ্ত রবে।
হৃদয় বায়ু খেলতে ফাগুন-রং সে ঊষা গীত-
ধ্বংস প্রাণে দুঃখ দরদ-
জাগিতে প্রেম ভাব সঙ্গীত।  
আসিবে সে আসিবে সে একদিন হৃদয় রুনুঝুনু বাজে মন-
আপন নিলয়ে গুঞ্জনে কলি-
প্রাণ দিব সমাপন।


প্রিয় কবি শ. ম. শহীদ মহাশয়ের আজ প্রকাশিত ভুল-২ কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
তীর্থ


হায় রে! কয় কি মদনা!
সামলায় চইলবার লাগবো রে!
দুধ কলা দিয়া যেই পুলিশ গুলারে পুষলাম-
একদিন অরাই ছোবল দিব রে-
তাই কইল না কবি।
অহনে চিন্তা কইরবার লাগব রে কানাই-
ওই যে কাইলকে কবি কইছিল না কবিতায়-
যেই ছাওয়ালটারে একদিন গোদ নিছিল দম্পতি-
সেই ছাওয়ালডাই অর পিতামাতারে-
অই অনাথ আশ্রমে লইয়া আইছে-
দান দিবার লগে।
দিন কাল ঠিক ঠ্যাহে না রে মদনা-
চল তীর্থ বাসে জাই।
ছাওয়াল পাওয়াল এর কাঁন্ধে না থাকাই ভাল।
কি ক কানাই।


প্রিয় কবি সরদার আরিফ উদ্দিন মহাশয়ের আজ প্রকাশিত "না"একটি ভয়ংকর শব্দ কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
হেভেন


থিঙ্ক পজিটিভ গেট এভরিথিং সিম্পল-
লাইফ উইল বি ইজি টু ডেরাইভ-সো
সেভ ড্রাইভ লাইফ এন্ড
রিচ দ্য হেভেন।
টেক এভরিথিং ইজি এন্ড
নাথিং টেক ইন মাইন্ড।