প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "যে যেমন মাতোয়ারা' কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
জান্নাত


অনন্ত মহাকাশ সহস্র নীহারিকা সূর্য ও গ্রহ তারা-
অবিরত ঘূর্ণনে শৃঙ্খলে বন্ধনে মুগ্ধ সে মনোহরা।
প্রশান্ত জ্যোতিমালা উজ্জ্বল সমাহারে সজ্জিত জান্নাত-
জীবদেহ প্রাণ আদি-রতি মোহ মায়া কায়া-রচিতে সে প্রাণনাথ।
ভালোবাসা প্রেম প্রীতি-মায়া মোহ বন্ধন-
রচিতে সে হৃদ্যতা হৃদয়ের শুদ্ধতা প্রাণ ধন ইন্ধন।
জল আদি বারিধারা নদীজল গতিধারা শ্রাবণের বরিষণ-
উর্বরা প্রান্ত্রর ষরঋতু ঘুরে ফিরে দ্বারে দ্বারে আগমন।
প্রভাতে দিলেন রবি-আলোকিত ঝলমলে-
দিগন্তে ডুব দিলে প্রশান্ত আলোকেতে মৃগাঙ্ক করতলে।
শতধায় বিকশিত-জান্নাত রূপি ধরা-
মধুকরা অলি কলি-দিকে দিকে মনোহরা।
হিংসা ও দ্বেষে মেতে ধরাতলে মানবেতে-দেব দয়া গেল ভুলে-
দিকে দিকে ক্রুরতায় বিদ্বেষে প্রাণে মেতে-দানবতা মাথা তোলে।
প্রদীপ্ত রোশনিতে ভালোবাসা প্রীতি সনে হৃদয়টা জ্বলে নাই-
ভেদাভেদ জাতিভেদ উদ্যত হিংসাতে মানবতা ভোলে তাই।
রক্ত ও লহুস্রোতে তপ্ত সে বায়ু স্রোত-
দেশে দেশে বেশে ভুষে-প্রশাসক নির্বোধ।
বেদান্ত বাণী কাঁদে ব্যার্থ সে পরিহাসে হাহাকার ধ্বনিরব -
পবিত্র কোরানের ব্যাখ্যার বক্রতা আর্ত সে কলরব।
রচিতে সে জান্নাত ব্যর্থ সে রচয়িতা-
অশ্রু সে ধারা সনে-কবি ডাকে গানে গানে-উদ্ধার করো পিতা।


আমার লেখা কবিতা দুইটি কলি-৩১ তম তে ডা. শাহানারা মশিউর কমেন্টের উত্তরে লেখা কবিতা।
নির্বাণ-২য় পর্ব।


কি হবে অতৃপ্তি আর অহেতুক বেদনা সয়ে-
সময় তো যাবে বয়ে-একদিন.........!
একদিন শূন্য এ প্রাণ-মুক্ত হৃদয়-তৃপ্তি পরম গান
দুঃখ দরদ ব্যথা বেদনার-
সংঘটিত অবসান।
মুক্ত পাখী গগন ডানা-প্রাণ সে মহাকাশ-
অন্ত কায়া মুক্ত মায়া-মোক্ষতারি বাস।
পরিত্রাণে পরম প্রভু আসতে নেমে ধরা-
আস্তিনেতে হরণ করেন-
দুঃখ শোক জরা।
পূন্য পাপের বিচার চলে তারই এজলাসে-
স্বর্গ সুখ নরক দুখ-
ফল সে তার কাজে।
কি হবে অতৃপ্তি আর অহেতুক বেদনা সয়ে-
সময় তো যাবে বয়ে-একদিন.........!
স্বর্গসুখে উল্লাসেতে ভাসতে যদি চাও-
দ্বেষ বিদ্বেষ অবসানে-
শান্তি গীত গাও।
গরীব দুখী কাতর প্রাণে সেবার ব্রত ধর-
ধরতে আকাশ স্বর্গ সে সুখ-
গড়তে হেথায় পারো।
তাই কি বলি হানাহানি লাভ কি হিংসা দ্বেষে-
সময় তো যাবে বয়ে-একদিন.........!
একদিন চলে যেতে হবে-
অনন্ত অসীমের ডাকে-
নীল নীলিমায় মুক্ত গগনে বিহনে বিহনে-
জাগতিক মোহ মায়া দূরে রবে পরে।


প্রিয় কবি ডা. প্রদীপ কুমার রায় মহাশয়ের আজ প্রকাশিত "জন্মদিন" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
শুভ জন্মদিনে


নয়নতে স্বপ্ন ঝরুক-দীপ্ত জীবন সুখের দিশা-
ঊষার আলোক বান ডেকে যাক-
দূর বহুদূর তমানিশা।
আকাশ পাখি ধরুক গান-স্বপ্ন বিধুর মধুর বুলি
আনন্দেতে কাটুক জীবন-
সপ্ত সাগর লহর তুলি।
কর্মময় জীবন ঘেরা-শতদলের পাঁপড়ি মিলে-
গার্হস্থ্যে শান্তি আলোক-
হৃদয় আকাশ ঝরুক নীলে।
দীপ্ত রবি ঢেউ খেলে যাক-বছর বছর বার বার-
শ্নেহাশীষ বারি দিলাম-
দিনটি আসুক শতবার।


প্রিয় কবি মোঃ আব্দুল কাদের মহাশয়ের আজ প্রকাশিত "গোলক ধাঁধা" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
সর্ষে ফুল


ফট করে টস করুন না!
কারন যাকেই বিয়ে করেন কবি-হবে একই হাল না!
বেলনা চাকি পিষবে আটা বছর দুয়েক যেতেই-
বছর পাঁচেক যাবার আগে পেয়ারা যাবে পেকেই।
সর্ষে তখন দেখবে চোখ হলুদ ফুলের সারি-
আট থেকে দশ যেতে যেতে-প্রেম ভাবনায় দারি।
হতাস চোখ খুজবে সুখ-বারো বছর গেলে-
পনেরো তে মনে হবে-এর চেয়ে ভালো জেলে।
আর আগাবো কি!