প্রিয় কবি ড. প্রীতিশ চৌধুরী মহাশয়ের আজ প্রকাশিত মাতৃ পূজা মাতৃ পূজা মাতৃ পূজা কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(মৃণ্ময়ী মা মাটির-চিণ্ময়ী মা জীবন্ত মা বোনেরা)
মৃণ্ময়ী


রক্ষপুরে দত্তিদানো বিষের বীণে কাঁদছে ধরা-
তারি মাঝে মৃণ্ময়ী মা প্রকাশ দিতে রক্ষহরা।
রক্ত ঝরা দিক বিদিকে কান্না ধ্বনি রব-
চিণ্ময়ী মা মরছে কত-আর্ত কলরব।
ব্যথার বীণে অশ্রু ঝরে-গরল প্রাণের মতি-
পারতে যদি মৃণ্ময়ী মা-করতে সদগতি।
মাগো দেখি মূরত তোমার-দেখতে লাগে ঢল-
দেখতে মাগো চিণ্ময়ী মা-রও কি অবিচল!
তাইতো মাগো অঞ্জলিতে পাই না দিতে ধরা-
আসতে তুমি বানের জলে-চলতে দিতে ক্ষরা।
শক্তি তোমার অসুর নাশে-বধের গল্প গাথা-
মৃণ্ময়ী মা মহিষাসুর-বধের রূপোকথা।
জীবন মাগো অর্ধকালে-মাটির মূরত মাটিই রয়-
কোন জনমে দেখতে মাগো-ধরায় সুখের আলোক বয়।
কান্না বুকে হতাস মাগো-মৃণ্ময়ী রূপ তোর-
পারবি কি তুই এনে দিতে-ঊষার আলোক ভোর।


প্রিয় কবি শহীদ উদ্দীন আহমেদ মহাশয়ের গতকাল প্রকাশিত হিসাব মিলছে না কবিতার উত্তরে কমেন্ট বক্সে গতকাল লেখা কবিতা।
শুদ্ধিকরণ


সত্যের জয় নিশ্চিত তবে তা দীর্ঘায়িত-
বহু পরীক্ষা নিরীক্ষা দ্বারা শুদ্ধিকরণ করা-
যাচাই পর্ব চলে জীবন ভর-
নিকষ কালো তমানিশায় অতিবাহিত হয় জীবন-
আকাশের ঘনোঘটা-অশনিত চমকিত-
দ্রুম দ্রুম দ্রুম বাজ পথে অহরহঃ-
বিষাক্ত নিশ্বাসের ফোঁস ফোসানি-
যেন কেড়ে নেবে প্রাণ খানি।
লঙ্ঘিতে সে পথ-
কন্টক রাজি ব্যথা তোলে প্রাণে-
যে জন বদল রাহা-সে তো বিলীন হয়-
যিনি সক্ষম সে প্রভুর দয়া পায়।
আলো ঝলমনে ঊষার আলোকে হয় বৃষ্টিস্নাত।
সত্যের জয় হয়।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত হায় গরীব  কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
কান্নাকাটি


হায়রে হায় এমন করে-করুণ রকম কান্নাকাটি-
দিচ্ছি তালে ওদের হাতে শিলাকনার সোনার বাটি।
শিস বাজিয়ে জলঘোলাতে-আর কি কোনো কাজ নাই!
গরীব গরীব গরীব গরীব-গরিমাতে ভাজ নাই।
ভুরু কুচকান ক্যান কর্ত্তা-মঙ্গলেতে অমঙ্গল!
গরীব রথের সাতকাহনে-দেশের স্বার্থ বিসর্জন!
মরছে ওরা-তাই বলে কি সাতমহলায় বুঁজবে বাতি-
দশ লক্ষ ফতুয়া ছেড়ে-ওদের জন্যে কান্নাকাটি।
মা দূর্গা আসছে ধরায়-বায়না ধরেন তারি কাছে-
আমরা নেতা মন্ত্রী মশাই-থাকতে ধরায় ঠাটে বাটে।
ভাত নাই তো পায়েস খাক-বাধা ওদের দিচ্ছি নাতো-
কেন থাকে হার হাভাতে-গাধার দল গরীব যতো।
ওদের জন্য দেশ বিদেশে-হাওয়াই জাহাজ একশো কোটি-
গচ্চা গেল প্লেন ভাড়াতে-ভাত না পেলে খাক না মাটি।