Sanjay Karmakar
Founding Members · August 13 at 9:31 AM ·
"দুষ্ট স্খলন করো"
.
দুদিনের জীবনেতে কিবা হবে দ্বেষে মেতে
হাসি খুশি ধরাটাই চাই শুধু আঁখি পাতে।
নাহি কোন মায়া মোহ
পর নাই মোর কেহ,
ভালোবাসা আহরণে; সদা বহি গিরি খাতে।


আজ যা আমার তোমার তাহা কাল গেলে ভায় ঢল চলে
মাল্য আদি শোভিত আমার কাল যে তাহা তোমার গলে।
পঞ্চভূতে তৈরি দেহ
অমর হেথা নয় রে কেহ,
আজ বাদে কাল ডাকলে আমায়; ফল্গু ধারার সোপান তলে।


তাই তো সদাই হাসতে আছি দুস্থ যারা তাদের সনে
ভাবুক আঁখি গরল ধরে হৃদ দুয়ারে খুশির গানে।
উছল নদী বান ডেকেছে
কেউ নেই গো অদূর কাছে,
হাসির তুফান সাগর তলে; তাই ভেসে যাই সুখের বানে!


ভুল পথে ভায় ভুলভুলাইয়া, শক্ত ফাঁসের গেরো
লাগবে ভাল খানিক সময় তার পরেতে মরো।
নেশার বশেই চিচিং ফাঁক
মৃত্যু তোমায় দিবেই ডাক,
থাকতে সময় সত্য সিধা; দুষ্ট স্খলন করো।


"জ্যোৎস্না"
.
চাঁদনি হেসে কইলো ভানু তুই তো আগুন ঝরাস যদু
আকাশ করিস তপ্ত গরম তুই যে গরল নাই রে মধু;
স্নিগ্ধ আমার কিরণ প্রভা
পূজ্য যে হয় আমার বিভা,
কবির দেশের তাজ যে আমি; তুই তো রে ভায় গোলাই শুধু।


তপন হেসে কইলো রে চাঁদ তোর রূপে হই পাগল পারা
তাই তো জ্বলি প্রখর তেজে নিভলে যে তুই জ্যোৎস্না হারা।
তুই যে আমার প্রণয় প্রাণ
ধন্য তোর ওই বিভার গান,
মুদলে আমি প্রলয় রে শোন; ধ্বংস হবে সৃষ্টি সারা।