Sanjay Karmakar
Founding Members · 1tcd5 gfhSpornisodrhedes ·
"ইদ এসেছে"


ইদ এসেছে ইদ এসেছে মিলন আজি মেলা,
মলিন মুখ আজ যে সবার বিষাদ
বিধুর বেলা।


করোনার ওই তপ্ত ভূমে করাল ভাতি ছায়;
হরেক কিসিম মানতে নিয়ম দুঃখ
জাগে হায়।


মিলতে দু গজ কোলাকুলি, মিলবো সে কূল দূর;
কুরবানীর ওই গাই টি শুধু দুঃখ
হরণ সুর।


মাগো তোমার আঁচল তলে ঈদ গাহের ঐ হাট;
গোস্ত আর সেমাই দানেই ভরবো
ইদের মাঠ।


(বর্তমানে সংশোধিত বানান , "ইদ"। আগে লেখা হতো ঈদ। দুটোই ব্যবহৃত হয়েছে লেখাটিতে)


"মনের অধিরাজ"


মুক্তি চাই পণ ছিল তার অমোঘ ছিল পণ
জিন্দেগি আকাশ তাহার সাধতে ভীষণ রণ।
বল ছিল তার দীপ্ত বাহু শৌর্য ছিল তাজ
মহান দেশের মহান নেতা মনের অধিরাজ।
হার হারামি পাক সেনার ঐ পাল্লা ছিল ভারি
নয়ন কমল সিক্ত মায়ের শুধুই আজাহারি।
নেত্র তাহার মুক্তি পানে সিংহ সে নাদ টুটে
তার ডাকেতে জাগলো জাতি শস্ত্র হাতে ছুটে।
সেই সে ভীষণ যুদ্ধ হলো মুক্তি মায়ের তরে
লাল হলো ভূম; কোতল নিধন বাংলা মায়ের ঘরে।
মনের কোণে হৃদ মননে সেলাম তোমায় বীর
তার পর রাজ টুটলো আঁধার উচ্চ মায়ের শির
কেতন তোমার আজাদ দেশের স্নিগ্ধ আজি নীড়।


বৈশিষ্ট্য; প্রত্যেক লাইনের প্রথম অক্ষর গুলি যোগ করলে পাওয়া যায়, "মুজিব মহান নেতা সেলাম তাকে"