Sanjay Karmakar
YteismfrteSpirfiohdiaeyom adthn snamo7:l13 AinrMaehd  ·
গীতিকাব্য, "এই বাংলা"


এই বাংলা এই বাংলা/ এক জাগ্রত জনজাতি।
এই বাংলা এই বাংলা/ এক জাগ্রত জনজাতি।
আছে ভালো আছে মন্দ /আছে ভৈরব লাগে দ্বন্দ্ব
আছে তত্ত্ব নেশা মত্ত/ আছে গান আছে ছন্দ।
এই বাংলা এই বাংলা/ এক জাগ্রত জনজাতি।
এই বাংলা নয় হ্যাংলা/ এক জাগ্রত জনজাতি


তারা লড়তে জানে / তারা মরতে জানে/
অহরহঃ দিবা রাতি।


এই বাংলা এই বাংলা/ এক জাগ্রত জনজাতি।
এই বাংলা এই বাংলা/ এক জাগ্রত জনজাতি।


আছে দীপ্তি আছে তৃপ্তি/ সূর্যের সৌরভ।
আছে ভাষা, ভালোবাসা/সুরভিত গৌরব।
আছে শক্তি হৃদে ভক্তি/ আছে আছে
আগে পাছে/ঐক্য।  

এই বাংলা এই বাংলা/ এক জাগ্রত জনজাতি।
এই বাংলা এই বাংলা/ এক জাগ্রত জনজাতি।
আছে ভালো আছে মন্দ /আছে ভৈরব লাগে দ্বন্দ্ব
আছে তত্ত্ব নেশা মত্ত/ আছে গান আছে ছন্দ।
এই বাংলা এই বাংলা/ এক জাগ্রত জনজাতি।


এই বাংলা এই বাংলা/ এক জাগ্রত জনজাতি।
এই বাংলা এই বাংলা/ এক জাগ্রত জনজাতি।