Sanjay Karmakar
  · JtSudspotteonsh dSeorenmiodw  ·
যুগল বিবিধ কবিতা, "এই যে ভায়া"
"শ ম শহীদ"


ধার্মিক ভালো- জেনে রাখুন,
অতি ধার্মিক নয়,
অতি ধার্মিক লোক-জনেরাই
বদ কিসিমের হয়।
সাধুগিরি উপরে থাকে,
ভিতরে- কুটবুদ্ধি রাখে,
সুযোগ পেলে মারতে মানুষ
করে না সংশয়।।


"আল্লা'র ধর্ম" "মোল্লার ধর্ম"
দুইয়ে অনেক ভেদ
আল্লা'র ধর্মে শান্তি থাকে
মোল্লার ধর্মে জেদ।
কী না করে জেদের বশে,
মনে লোভের অংক কষে, ]
সমাজ ও সংসারের প্রতি
তাদের থাকে খেদ।


"সঞ্জয় কর্মকার"


এই যে ভায়া এমুন তরা কইছো কেনেই বাপ
ঝোলার থিকা বাহির দিসি তোমার খলের সাপ।
তাই কি উঁচু ভয়েস তোমার দিচ্ছ আমায় গাল
খালুর সাথে ঢালুর দিকে গেলেই কেনে কাল?
সত্যি কথা কইলে কালা চোস্ত তোমার বুলি
কইসো কও কইব কি আর রাগেই না হয় জ্বলি।
অমায় তমায় ডুবকি দিয়া নিজের ঘর ওই ভোলো
কইলে সে বাত খালাস দিলে ফাঁসির কাঠেই তোলো!
সত্য কি আর অতই সহজ মিটবে কথার দুলে
এমুন দাওয়াই খাওয়ায় দিমু বাপ ওই যাবে ভুলে।