Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
badge icon
Founding Members
  · Justt SpoernmSnotsonfhgrerdw  ·
মানবতাবাদী যুগল কবিতা, "একই অঙ্গে রঙ্গ কত না!"


মোঃ সানাউল্লাহ (আদৃত কবি) :-


যে সমাজে নারীরা নির্যাতিত,
সে সমাজ বর্বর, অধঃপতিত;
কারণ, নারী জাতি জন্মদাত্রী,
ভোগ্য পণ্য নয়, শ্রদ্ধার পাত্রী।


সঞ্জয় কর্মকারঃ-


একই অঙ্গে রঙ্গ কত না মমতা স্নেহের বান
কলুষতা কায় কখনো দেখেছি ধরা বেদনার গান............।
প্রভাত দেখেছি উজল কিরণ কোমল পরশ তায়
বিষে বিষে বিষ তপ্ত নাগিনী মেদিনী দেখেছি হায়।
মধ্য গগনে তপ্ত রাগিণী তাপিত কিরণ তার
জলধি বারিতে স্নিগ্ধ সে ধাম হেরিয়াছি বারে বার।
কুহকের ছলে মাতিনু কভু ও, হৃদয় ভাঙিতে কূল
কুড়ায়ে সেথায়ে বাগিচা শ্যামলে পেয়েছি পথের ধুল।
আকাশের চাঁদ এঁকেছি ভূবন গাহিয়া তাহারি গান
শূন্য সে বোল বাউল উদাস গরলে ঢেলেছি প্রাণ।
সাগরে লহরে লহুরো শায়রি লিপ্ত কালিমা তায়
না জানি তাহারি মর্ম কাহিনী গিয়েছি সে কূল ধায়।
মল্লিকা দল দিয়েছে বিজিত শুখায়ে সে তার ডালি
তবুও তাহারি ধ্বজা উড়ায়ে নীহার বুকেতে তুলি।


মোঃ সানাউল্লাহ (আদৃত কবি) :-


কখনো স্বপ্নময় জীবন সঙ্গী করিয়াছে অভিমান
কখনো জননী রূপে আদর-সোহাগ করেছে দান।
জোছনার আলোয় অনুভবে আসে প্রেমের টান
তাই তো দেখেছি হৃদয়ের গভীরে সুখের বান।


আবেগ যখন ছুঁয়ে যায় হৃদ অনিন্দ্য মোহনায়
আবার কখনো বা বিষের বেদনা ছড়িয়ে যায়!
ছন্দে ছন্দে গাঁথিয়া মাল্য পড়িয়াছি তার গলায়
ভালোবেসে শেষে করেছে আপন নন্দিত সুগন্ধায়।


কতরূপে নারী হৃদয় রাঙায় তাইতো নন্দে দুলি
আদর-সোহাগ-মমতা পেয়ে ভরেছি আপন ঝুলি।
তাইতো কখনো ভেবেছি তুমি হৃদকাননের মালী
অবহেলে কত দিয়েছি কষ্ট, ইচ্ছে করে তা ভুলি।


সঞ্জয় কর্মকারঃ-


নীববে শিথানে প্রলয় তুফানে দিব্য সে প্রাণ ভেলা
কত না বিহনে পতনে কত না! সাঙ্গ সে প্রাণ খেলা।
জননী রূপেন জননে যোগিনী ধাত্রী রূপেন মাতা
সৃষ্টি সমীপে সঁপিত সে কায় দীপ্ত সে প্রাণ কথা।
জ্বলনে পীড়নে জীবনো সমনে ডুবিলে সে নাও তরী
পিছে নাই কেহ কাঁদিতে সে প্রাণ বিভায় আঁচল ভরি।
একই অঙ্গে রঙ্গ কত না মমতা স্নেহের বান
কলুষতা কায় কখনো দেখেছি ধরা বেদনার গান.........।