একা একা
জ্বলে জ্বলে
হৃদয়ের
ধারাপাতে,
কী বা দিন
রাত কী বা
ঘুম নাই
আঁখিপাতে।


বাসনা ও
কামনাতে
মিলেছিনু
দুই জনা,
সুঘ্রাণেতে
প্রেমে মেতে
হয়েছিল
ঘর বোনা।


সেই ভিত
নড়বড়ে
ছিলো নাতো
মজবুত।
সবেতেই
গরবরে
ধরে ছিলে
শুধু ক্ষুত।


বাগিচায়
কাঁদা ছুড়ে
কলরবে
ভৈরব।
ভেঙে চুরে
চুরমার
পুরু আর
কৌরব।


আজ দিন
বয়ে চলে
নাই কোনো
সন্ধি।
দুটি পাতা
নাই কুঁড়ি
বিধাতার
ফন্দি।