(আজ থেকে শুরু হলো নতুন সিরিজ, "একান্তে আপন", লক্ষ্য এক শত। প্রতিদিন একটি করে লেখা প্রকাশ দেব, গান বা কবিতা। তবে রবিবার দিন জমে যাওয়া লেখাগুলি সব না দিলেও অন্তত ৫-৬টা প্রকাশ দেব। এদিন আমার মন্তব্যের ঘর বন্ধ থাকবে আর সবাইকে অনুরোধ করবো-রবিবার দিন একান্তে আপন থেকে দূরে থাকবার)


“একান্তে আপন”


কিছু দেখা, কিছু দেখা, সে তো দেখা নয় শুধু-
যেন কাছে আসা,
কিছু ফুল-সে তো ফুল নয় শুধু-
ভালোবাসা….। শুধু ভালোবাসা……।
কিছু দেখা, সে তো দেখা নয় শুধু-ভালোবাসা….।
নয়নে নয়ন কালো যুগলেতে আঁখিদ্ব….য়
পল্লবে কুঁড়ি ফোটে-পল্লবে কুঁড়ি ফোটে-হৃদয়েতে
প্রত্য…..য়।হৃদয়েতে প্রত্য……..য়।
সরসীতে কোমলেতে শত দল-দলে দলে,
হিল্লোলে বায়ু বহে-মন নাচে
দোলাচলে……। দোলাচলে, দোলাচলে, দোলাচলে………..।
বিহঙ্গ কাকলিতে রব ওঠে দিকে দিকে,
ভালোবাসা মাধুরিমা, আর সবই হয়
ফিকে……..।আর সবই হয় ফিকে…….।
একান্তে আপনেতে নিশি রাত যাপনেতে,
সুবাসিত কথাকলি-সুরধ্বনি
মন মাতে….। মন মাতে, মন মাতে, মন মাতে………।
স্বর্ণালী দৃষ্টিতে স্বপ্নেতে মদিরায়
একন্তে আপনেতে সেই দেখা
লিপি হ…..য়।
সরসীতে কোমলেতে শত দল-দলে দলে,
হিল্লোলে বায়ু বহে-মন নাচে
দোলাচলে…..। দোলাচলে, দোলাচলে, দোলাচলে……..।
কিছু দেখা, কিছু দেখা, সে তো দেখা নয় শুধু-
যেন কাছে আসা,
কিছু ফুল-সে তো ফুল নয় শুধু-
ভালোবাসা….। শুধু ভালোবাসা……।
কিছু দেখা, সে তো দেখা নয় শুধু-
ভালোবাসা….।