যুগল মানবতাবাদী লেখা, "একটু কাঁদুন আপনি"


অনুমতি পাওয়া যায় নাই তাইঃ-


কল্পিত কবিঃ- হাঃ হাঃ , হি হি হিহিহি!


সঞ্জয় কর্মকারঃ-


Sanjay Karmakar
badge icon
Founding Members
  · tDecSpgerormhSSondosoblestrlr 3eaS dnatm 8le:20 AedMg  ·
"একটু কাঁদুন আপনি"
.
কাঁদুন, একটু কাঁদুন আপনি।
চারিপাশের দুরবস্থা আপনার চোখে আনুন
দেখুন কত নিষ্ঠুর পৃথিবীটা! কত শত
বিরহী প্রাণের মর্মন্তুদ নীরব
আর্তনাদ!
হৃদয় গ্রাহ্য করুন, একটু কাঁদুন।
.
আলোকপাত করুন শহরের রাস্তায় রাস্তায়
অসহায় অবলা প্রাণীগুলোকে মাটির সাথে মিশে থাকতে দেখতে পাবেন।
সারমেয় জীবনের ব্যথা দুঃখ গুলিকে
একটু অনুভব করুন, কাঁদুন,
একটু সহানুভূতি একটু কাঁদা।
একটু কাঁদুন আপনি।
.
চোখের জলে লুকিয়ে থাকে বেদনা।
বেদনার বেলাভূমিতে লুকিয়ে থাকে ভালোবাসা,
ভালোবাসায় পবিত্র হয় অন্তর
সে দ্বার দ্বারকায় উদ্ভাসিত হয় আলোকমালা
জন্ম নেয় কোকনদ।
সে পুষ্প রাজিতে সজ্জিত হয় অমরাবতী।
অমরাবতীর স্নিগ্ধ পরশে নিমেষেই জাহান্নম হতে
শিবিকা প্রস্থান করে জান্নাতে
মানুব হয়ে ওঠে মহামানব তাই
দয়া করে একটু কাঁদুন, কাঁদতে শিখুন
একটু কাঁদুন আপনি।