Sanjay Karmakar


  · u25110tpoah l6n3hor0rhseu  ·
Entity


lying in the abyss that desire keeps revolving
in the hot shiver of cold feeling
that are always spinning.
In the story of the forbidden place at night
enchanted youths are immersed in illusory dreams
and silently they are decaying.
In the sullen light of the moon
the bright flame of perverted dreams
being suppressed into the dark forest that in.
Sometimes it cries by the joint effort of hip
end of that riddle the interim birth
is getting mingled into the stigma to dominant.
The roar of the sea erupts back and forth
failed and fall in the heart of the sand of the beach
entity is getting disappears
in pain.


মূল কবিতাঃ-


রূপক কবিতা,"সত্তা"
- সঞ্জয় কর্মকার
Sanjay Karmakar
tct02gS219 7f2ihsrgsedch  ·
"সত্তা"


চক্রাকারে ঘুরতে থাকে সেই আকাঙ্ক্ষা
অতল গভীরে শায়িত শীতল অনুভূতির তপ্ত শিহরণে
আবর্তিত হতে থাকে অহরহ।
নিশীথ রাতের নিষিদ্ধ পুরীর উপাখ্যানের
সজীব তরুদলে আকাশ কুসুম স্বপ্নের-
সরু ফটক দ্বারে দলিত মথিত হয় নীরবে।
চাঁদের টিমটিমে আলোয় সে আলেয়ার উজ্জ্বল রশ্মি
ঢাকা পরে বিজন কাননে।
উরুসন্ধির যুগ্ম প্রয়াসে ডুকরে কেঁদে উঠে কখনো বা।
প্রহেলিকার অন্তকালীন প্রসবে সে উত্থান পর্বের ইতিহাস
ঢেকে যায় কলঙ্ক কালিমায়।
সাগরের ব্যর্থ গর্জন ফিরে ফিরে আছড়ে পড়ে
বেলাভূমির বালুকারাশির হৃদয় গর্ভে।
বেদনায় বিলীন  হয় সত্তা।