Sanjay Karmakar
  ·
rnotdemga1A1y50101t6a 1MaMa23:9  ·


পুরাতন যায়, নব কিশলয়,
                       সবুজের সমারোহ,
এসো হে বৈশাখ আজি, এসো হে সমীপে;
                       পুরাতন যাহা, নাই ওগো মায়া,
            নাই দুখ, নাই দ্রোহ।


কালের পরিধি, পরিখায় তার,
                       কত শত গেল ভেসে,
এসো হে নবীন আজি,
                        এসো হে দুয়ারে,
              প্রাণ সঞ্চারী বেশে।


বরণে তোমারে, হৃদয় দুয়ারে,
                        উতলা আজিকে মাঝি,
জীবন নদের ই, বহিতে সে খাত,
               নব মুকুলেতে নাও সাজি।

পুরাতন যাহা , জীর্ণ আজিকে,
                       উড়ায়ে ধূলার প'রে,
বরণে তোমারে, সাদরে সদরে,
                  দাঁড়ায়ে রয়েছি দ্বারে।


বধূ সবে তারি, ফাটকেতে দ্বারী,
                      কুলায় সাজায়ে পান
গাহিতেছে নব, নব আবাহণে,
                 নব ঋতুপতি গান।


পুরাতন যায়, নব কিশলয়,
                       সবুজের সমারোহ,
এসো হে বৈশাখ আজি, এসো হে সমীপে;
                       পুরাতন যাহা, নাই ওগো মায়া,
            নাই দুখ, নাই দ্রোহ।