শৈশবে প্রাণ মেলে নদী জলে কিনারাতে
কত খেলা খেলেছি;
আকাশেতে চোখ পেতে আলোছায়া মেঘ মাঝে
কত দেখা দেখেছি।


প্রাণ মেলা শৈশবে সারল্যে মন মিলে
কতকথা কতকথা; খেলাচ্ছলে
বলেছি।


ধূপ ঝরা রদ্দুরে বর্ষাতে বৃষ্টিতে
হাওয়া জলে মন মিশে;
হেসে খেলে, হেসে খেলে
লুকোচুরি আলোকেতে;
কত মন ভেসেছি।


আজ বেলা তারুণ্যে খুশি খুজি হন্যে
তরুলতা সরলতা; বহু দূর দূর দেখা,
জীবনেতে সংঘাতে-
ডুবে যাই প্রতি প্রাতে;
কাঠিন্য।