প্রিয় কবি ড. প্রীতিশ চৌধুরী মহাশয়ের আজ প্রকাশিত কবিতা ভ্রণ কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখ কবিতা।
সারবত্তা


এই তো জীবন। শূন্যতাতেই পূর্ণতা।
এভাবেই চক্রাকারে ঘুরতে থাকে-
ভূত ভব্যিষৎ আর বর্তমান-
বৃত্যের শুরু ও যা শেষ ও তাই-
মিথ্যা ফানুসে ভরা-
সুখ দুখ স্বপ্ন আশা নিরাশায় দোদুল্যমান জীবন-
এক দিন সেই শুরুর বিন্দুতে মিশে যায়-
মহাশূন্য এঁকে দিয়ে যায়-
যত যাবতীয় জাগতিক মোহের পরিসমাপ্তি-
দু কর জোড় হয় আপনা আপনি-
মুদিত নেত্রে কপালে ঠেকে সে জোড়-
মহাশূন্যে মিলিত হয় হৃদয় প্রাণ-
জীবনের সারবত্তা ভাবনায়।


প্রিয় কবি অরণ্য -(ভাবুক কবি) মহাশয়ের আজ প্রকাশিত ছোট পৃথিবী কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
ওম শান্তি


ছোট্ট পৃথিবীতেই অনেক সুখে থাকা যায়-
যদি তাতেই তৃপ্তির সুধা থাকে হৃদয়ে-
এক বেলা শুধু জল খেয়ে-
কাঁটিয়ে দেওয়া যায় পরম পরিতৃপ্তিতে-
যদি বিষন্নতা না থাকে চিত্তে।
এক বুক দুঃখের সাগরে ডুবে আনন্দে থাকা যায়-
যদি পরমাত্মায় থাকে ভক্তি।
জীবন বোধের অনন্য উপলব্ধি-
সাংসারিক দুরূহতা নিমেষেই-
নীলকন্ঠ হওয়া যায়।
একটা ছোট্ট পৃথিবীতেই স্বর্গ সুখ অনুভব করা যায়-
যদি থাকে হৃদয়ের পরিপূর্ণতা-
মননে প্রশান্তি-না পাওয়ার হীনমন্যতা-
ওম শান্তি ওম শান্তি ওম শান্তি-
ওঁ সিদ্ধিদাতা গণেশায় নমঃ


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের "মনের উপর আস্তরণ" কবিতায় উদ্বুদ্ধ হয়ে লেখা কবিতা।
ইতিকথা


প্রেম প্রীতি ভালোবাসা-সুখ দুখ রতি আশা-জীবনের ইন্ধন-
দান ধ্যান পুন্যতা-হৃদয়ের পূর্ণতা আদি মানো আভরন।
কান্তি ও সৌম্যতা জীবে দয়া  প্রেম ভাষা-প্রশান্ত আচরণ-
দীপ্ত এ ধরাতলে শ্রেষ্ট এ মানবের গর্বিত বিচরন।
কাল স্থিতি লয় তলে আধুনাতে ধরাতলে-হলাহল বারি ঝরে-
কাম ক্রোধ উদ্যত ভোগ আর লিপ্সাতে তামসিক সুখ তরে।
কান্নার রোল বহে-হিংসা ও বিদ্বেষ-ছিনে নিতে চায় প্রাণ-
মানবতা অবসানে-রক্ষ সে জ্বাল বোনে-দিকে দিকে শয়তান।
ঘনঘোর প্রাণোবায়ু অস্ত সে দিবাকর -জ্যোছনার আলো কালো-
দত্যি সে প্রানোহরা-রাক্ষুষে হুঙ্কারে-মানবতা গিলে খেলো।
বুদ্ধের বাণী কাঁদে দারুন সে উপহাসে;গৃদ্ধ সে সু-চি মনে-
অসহায় জনগন-লহু স্রোতে নাফ ভাসে-আগুন সে গনগনে।
প্রদীপ্ত রোশনাই মহলেতে মহলেতে-উৎসব রোল তোলে-
শোষন ও বঞ্চণা কত শত কুচলিত-দম্ভিত পদতলে।
নর নাই নারায়ন-পাষাণ সে হৃদমন-মান্যতা শ্রেষ্টতা-
পশুত্ব নরাধম-রচিতে সে মানবের নারকীয় ইতিকথা।


প্রিয় কবি মনোজ ভৌমিক (দুর্নিবার কবি) মহাশয়ের আজ প্রকাশিত "তিনি সৈনিক ছিলেন" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
অম্লান


তার প্রতি শ্রদ্ধায় অবনত হয় মস্তক-
যে মহান দেশ মাতৃকার তরে সঁপিল প্রাণ।
ভালবাসা শোক আনে প্রাণে-
তবে তা ক্ষণস্থায়ী-
গৌরব অমর-
অম্লান।