Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JusittSmelSnpon nsfnoworedg  ·
পথে ঘাটে লেখা, "ফিসির ফিস"
(আমার বন্ধু শ্রী রাকেস কুমার শ্রীবাস্তব কে অনেক ধন্যবাদ, তার গিফট করা সেল ফোনের কারনেই আজ পথে ঘাটে লিখতে পারি)
.
(অটো তে ৩০ মি। সময়ে এই দুটি)
1.
"প্রিয় কবি ইতি হালদার এর পাতায়"


প্রেমের নায়ে উঠলো খোকন জ্বালিয়ে বাতি আঁধার ঘরে
উঠলো তুফান মাঝ দরিয়ায় হৃদ যে তার ওই পুড়েই মরে।
প্রেমের বাঁধন
নাকান চুবোন,
ভ্যা করে সে কেঁদেই দিলো, সাথীর উপর মান করে।


"প্রিয় কবি বিভূতি দাস এর পাতায়"
2.
হেঁই মারো হেঁইয়ো, ধীরে ধীরে বইয়ো
কানে চুল শুনি নাকো আরো জোরে কইয়ো।
ধুতি ধরে টানাটানি
অলি গলি কানাকানি,
বাজ দিলে শিরে তাও; তা তা থই থইয়ো।


(প্রিয় কবি মোঃ সানাউল্লাহ (আদৃত কবি) র পাতায় পেট্রোল পাম্পে মিনিট ১৫ ওয়েট করবার সময়)
.
মন মাতানো চৈতি হাওয়ায় হারিয়ে গেল মন যে মোর
সাধের স্মৃতির খাতার পাতায় সপাট রবে খুললো দোর।
হিল্লোলে তার হারিয়ে গেনু
দারুন রবে বাজলো বেণু,
অদ্য করুণ দিপ্ত অরুণ আঁধার তমায় ঘনঘোর।
.
(শ ম শহীদ সাহেবের পাতায় আমার প্রিয় মিস হাজেরা কোরেশী আপুর মন্তব্যের উত্তরে)
"ফিসির ফিস"
.
বাদ্যি বাজায় শ ম সাহেব করতালিতে মিস
অ হরি তুই কুথায় গ্যালিস; দিয়েই দে না কিস।
পিছলে গেছে পা টা
দেয় রে পিষাণ বাটা,
এই রে কানাই জোরসে কেন? ক রে ফিসির ফিস।
.
(উত্তরে মিস এর লেখা কবিতা)
.
এক গাঁয়ে এক মানব ছিলো
বোলতো কথা বেশী,
অল্পতেই রাগ করে সে
ফুলাতো তার পেশী।
একদিন সবাই মিলে তারে
দিলো এমন প্যাদান,
প্যাদান খেয়ে কিস কি জিনিস
ভুলে হলো নাদান।
.
(তারি প্রতি উত্তরে সঞ্জয় কর্মকার)
"ছুটো মুটো"
.
বাচ্চা আমি ছুটো, তাই তো; খাইসি খুতো মুতো
ভুলেই গ্যাসি তাল তোবা মোর; খাই সে জবর গুতো,
তাই বলি কি গোল্লা খাওয়া!
বাকি আসে অনেক দেওয়া,
রম্ভা না হয় খানিক বড়; তানিক ছুটো মুটো। .