Sanjay Karmakar
badge icon
Founding Members
  · StSJupoinhnussoirt enowdihh  ·
যুগল মানবতাবাদী লেখা, "ফুটপাথ"


"চাঁছাছোলা"


ফুটপাথের ঐ দোকানদার
বুকটা করে সদা হাহাকার
এই চলে তো এই চলেনা
তার জীবন আর সংসার।


ফুটফুটে তার পোলামাইয়া
বাপের দিয়ে থাকে চাইয়া
বৌয়ের বায়না মিটায়ও না
চিকিৎসা চলেনা মাবাবার।


বারেবারে সে হয়ও উদ্যমী
হয় কতনা কঠোর পরিশ্রমী
সহযোগিতা কারোই পায়না
শুধু উছেদই হয় বরংবার।


নিত্যই বেকারত্ব বাড়ে শুধু
নেতার মুখে যত ছড়ায় মধু
তাদের কথা কেউই ভাবেনা
যেই থাকুক দেশের সরকার।


ফুটপাথের ঐ দোকানদার
সস্তায় বাঁচায় কত খরিতদার
ভালোভাবে নিজেই বাঁচে না
স্বাদ আশাও বাঁচেও না তার।


"সঞ্জয় কর্মকার"


ফুটপাথ তুমি ফুটপাথ; কর্মের মাঝি
তোমারি আলয়ে কত না বকুল; মুকুলে সে গীত রাজি।
উদয়ে প্রভার উজল কিরণ তোমাতে হয়েছে লীন
পসরা সাজায়ে ডালায়ে মিলায়ে গণিছে তাহারি দিন।
প্রভাতে শীতল পরশ প্রাণের ফুটপাথ তুমি চা'য়ে
উষ্ণ ঠোঁটের-ই কোমল সে গীত ফুটপাথ তুমি লয়ে।
মধ্য গগনে সূর্য যখন ফুটপাথে হয় বিকিকিনি
ফল ফুল মূল, খাদ্য খাবারে সচল হও যে তুমি।
কত না গ্রাসের অন্ন তোমার; বুকেতে রয়েছে ফলে
দীন হীন প্রাণ আপনার মাঝি; দেও নি কখনো দলে।
বিবেক রহিত মানব আজিকে যাহারে করেছে দীন
শোষণে যাহারে দলিত সমাজে যারা রহে গৃহহীন।
অন্ন বারিতে শোভিত করেছো ফুটপাথ তুমি সদা
তাই তো তোমারি গীত সে গাহিতে সরব লেখনী সাধা।