Sanjay Karmakar shared a group.
  · rdtsnopSeofcia4hs98f862g1J710f67n8 4uo93lm7g6c493l9l9w15iti8  ·
Sanjay Karmakar
· 3h ·📷


তখনো জাগে নি নিশীথ যামিনী তখনো ফোটেনি ফুল
তন্বী যুবতী ফুলমতি তার-হারালো তাহারই কূল।
কুল হীন দল হিংস্র ছোবল কেড়ে নিল ফুলখানি
বাতাসে বাহিত কু বাস তথায় হিংস্রতা হানাহানি।


ফুলমতি তার রূপের বাহার বিদিত তাহার গাঁয়ে
বিভাবরী ধন করিতে নিধন-কুমন্ত্রণায় কতিপয়ে,
নিশীথের পণ সমবেত গণ দুর্জনে হানে বাড়
প্রহারেতে তার বহিলো রুধির-কাননেতে উঠে ঝড়।


দস্যুর দলে লুটিলো সে দলে কটিবাস লয় কাড়ি
বক্ষ নিবাসে রসনার বশে শুরু হলো কাড়াকাড়ি।
হায়েনা যেমতি ঝাপায়ে দলেতে-বধিতে প্রাণীর পর
জননীর স্থানে একে একে হানে-সে ক্ষণে অতঃপর।


ভিক্ষার স্তুতি জোড় হাত দুটি ফুলমতি ক্ষীণ স্বরে
মিনতি তাহার মুক্তির তর-ডুবিলো প্রবল ঝড়ে।
শিথিলতা ছায় আঁধার ঘনায় নিঃসাড় হয় দেহ
অঙ্গ তাহারই শোণিতে পতিত-ধারে কাছে নাই কেহ। (চলবে)


বিঃদ্রঃ লেখাটির তৃতীয় স্তবকে দস্যুর দলে বলত একদল দস্যু বোঝানো হয়েছে লুটিলো সে দলে, এখানে দল বলতে ফুলের পাপড়ি বোঝানো হয়েছে।