"ফুট"


বলছি যেই বাতগুলি মা, কানে তোর ঐ ঢুকলো কী!
তোর হোমে মা জ্যান্ত পোড়ে, লক্ষ হাজার
টাকার ঘি।
তুই কী জানিস জীবন ফিনিস দীন দুঃখী লোকের ঢল
ভাত জোটে না কাজ সে বাড়া, আমার সাথে
দেখবি চল।
তুই তো দেবী মাটির দেহ মিথ বানালো মনটি গড়া
তুই নাকী হোস দুঃখ নাসী এই দুনিয়ার
অসুর হরা।
আহা আহা! বেশ বাহারি, গাল গপ্প সবই তোর
দিন দুপুরে অসুর রাজে ধর্ষিতা হায়
দুখের ভোর।
গর্ভেতে মা আজ গুতানী মেয়ে হলেই সিঁঁটিয়ে মারে
তুই কী পারিস রুখতে সে সব হচ্ছে যে সব
দ্বারে দ্বারে।
ছল ঠগেতে উজাড় গাঁ, মা তোর জ্যোলুস কোথায় আছে
হুতুম প্যাঁচা চক্ষু কানা, কালা রে তোর
কানটি গাছে।
আজ দেয়ালে পিঠ ঠেকেছে তোর ভড়ং আর দেখতে নারি
অনেক হলো রঙ তামাসা, যা ফুট মা তোর
ওই বাড়ি।


"হুক্কা হুয়া"


ভোট এলে ভাই হুক্কা হুয়া ডাক শোনা যায় চতুর্দিকে
শেয়াল মামা ধূর্ত অতি ঢেকেই ফেলে দন্তটিকে।
নামাবলীর চাদর গায়ে
রাম নামেতে গাঁয়ে গাঁয়ে,
জিত হলে ভাই খুলেই সে সব, জালিয়াতির লাগায় টিকে।


"জুতোর মালা"


জায়েস! জটিল ফাঁদ দিলাম পেতে
থাকবি না তুই পান্তা ভাতে,
চামড়া খুলে দেবই তোর ঐ
পণ করেছি নিশীথ
রাতে।


চুলের মুঠি ধরতে তোর ঐ
দল পাকালাম অনেক জনা,
কাস্তে নিলাম দু হাতে দুই
দেখতে কী পাও সোনা
মনা।


ঠেকলে পিঠ দেয়াল জুদি
জান হাতেলি মুঠোর তলে,
জুতোর মালা বেশ গড়েছি
দেবই আজি তোর ঐ
গলে।