কবিতা তো পয়সা দেয় না। কাজ করে খেতে লাগে। আপনাদের আর্শীবাদে কাজের বন্যা লেগে গেছে প্রিয় কবি। একটা কেন দশটা লেখা প্রকাশ দিতে পারতাম কিন্তু যদি অন্তত ৫০ টা কবিতা পাঠ করে কমেন্ট দিতে না পারি তবে আমার কবিতা প্রকাশ দিতে লজ্জা লাগে। আমি কারোওটা পাঠ করবো না আর আমার কবিতা সবাই পাঠ করবে। এটা আমি ভাবতেই পারি না। আন্তরিক শুভকামনা সহ আপনাদের প্রিয় সঞ্জয় কর্মকার।


কাজের চাপ কারোও লেখা পাঠ করতে পারি নাই,
তবুও আজ এই শুভ দিন টাতে অন্তত একটা লেখা
প্রকাশ দিতে চাই।


শ্রদ্ধাঞ্জলি।


রবির কিরণ ছাড়া জীবনের অস্তিত্ব নাই,
তাই তো তোমার বিনে
কবিতার প্রাণ
নাই।
অন্তর মম বিকশিত করো তব প্রদ্যুত মাগি,
চরণো ধুলিতে দে'হ গো কৃপা
জ্যোতির পরশ
আজি।
তোমাতে সঁপিনু হৃদ তন মন-দাও গো লহর গতি,
লিখিতে গীতিতে গানেতে মানবো
জাগাতে সমতা ও
প্রীতি।
করুণার ধারা সিক্ত ভুবনে-রিক্ত প্রাণেতে আজি,
আবহো সমরে, দ্বেষ হিংসাতে প্রাণ
দামামা রণেতে
বাজি।
লেখনীতে মম দাও গো অনল-শক্তির ধরা সাজ,
মারিতে মরিচে দস্যু দানবে
শিরেতে ফেলিতে
বাজ।
শিরায় শিরায় দে'হ গো সে বল-রক্ত কণায় কণায়,
ধরনীর লাজ ধরিতে প্রাণেতে
আঁধার যেথায়
ঘনায়।
হে ঠাকুর লহ গো প্রণাম তব প্রদ্যুত মাগি,
চরণো ধুলিতে দে'হ গো কৃপা
জ্যোতির পরশ
আজি।