(দিগন্তে প্রায় শেষের পথে, আর মাত্র ১২ টা দিগন্তে লেখা বাকি। এরপর শুরু হবে "একন্তে আপন", লক্ষ্য থাকবে ১০০। এখানে প্রতিদিন একটাই লেখা প্রকাশ দেব তবে জমে যাওয়া লেখা প্রতি রবিবারে প্রকাশ দেব। তাই রবিবারে লেখার সংখ্যা অনেক হয়ে যাবার সম্ভাবনা থেকেই যায় আর তাই রবিবারগুলিতে আমি মন্তব্যের অপশান বন্ধ রাখব এবং সবাইকে অনুরোধ করবো রবিবারের "একান্তে আপন" থেকে দূরে সরে থাকবেন নইলে পাগল হয়ে যাবেন। লেখাগুলি যাতে হারিয়ে না যায় শুধুমাত্র সেজন্যে প্রকাশ দেব। আর মাত্র ১২ দিন পর থেকে শুরু হতে চলেছে "একান্তে আপন", শুভকামনা)


(মিলন মেলায় কবিতা গান শোনবার ফাঁকে ফাঁকে এই লেখাটি লেখা, উপস্থিত সমস্ত কবি বন্ধুগনকে কবিতাটি উৎসর্গীকৃত এবং কবিতাটি সেখানে পাঠ করেছি)


“মিষ্টি মধুর”


তোমাদেরই আসরে আজ-হৃদ প্রাণ মন গেল ভেসে,
জাগল প্রাণে প্রেমের পরশ
গোলাপ বকুল উঠল
হেসে।


পারিজাতের সেই ভুবনে একতারাতে বাজল সুর,
ভাসল কলি কৃষ্ণচূরায়-প্রাণের আগুন
মিষ্টি মধুর।


দৃষ্টিতে রই সৃষ্টিবিদুর-মিষ্টি বানের প্লাবনে,
রিম ঝিম ঝিম বইল ধারা
উষ্ণ প্রেমের শ্রাবণে।


উঠল প্রাণে প্রেমের সে বীণ আজ কলিতে মধুর বান,
শঙ্কা গেল প্লাবন ভেসে-রিক্ততারই
অবসান।


তোমাদেরই আসরে আজ, হৃদ প্রাণ মন গেল ভেসে,
জাগল প্রাণে প্রেমের পরশ
গোলাপ বকুল উঠল
হেসে।


(মনস্থির করেছি আমার এ লেখাটির পান্ডুলিপিটি আমার সাক্ষর সহকারে কবিতা ড্ট কমকে প্রদান করব কারণ এখন তো আমার লেখার পান্ডুলিপি হয় না, সরাসরি টাইপ করেই লিখে থাকি, পেনের ব্যাবহার নাই। আশা করি বাংলা কবিতা ড্ট কম আমার সামান্য উদ্যোগ অস্বীকার করবে না।)