“নলিনী”
(পুরুষ মানুষেরা কত শত লজ্জা ঘৃণার কাজ করে থাকে, সময় গেলে সবাই তা ভুলে যায় কিন্তু মহিলাদের যদি একচুল বিচ্যুতি হয়, তা সারাটা জীবনভর তাদের বয়ে চলতে হয়। তরল হাস্যরসে সেই কথাই বলতে চেয়েছি)


দোল দোল দোল দোলুনি
সে কাহিনী ভুলিনি,
নোল নোল নোল নলিনী
পরকিয়ায় ডুব-
খানি।
পল পল পল পলানি
পালিয়ে যেতে পারে নি,
মাথা মুড়ে ভ্রু তুলে
ঘুড়েছিল গ্রাম
খানি।
বছর বিশেক পার হ'লো তার
নীল নলিনীর ব্যাভিচার,
মুখে মুখেই ঘোরে গ্রামে
নাহিন কভি ভুলি-
বার।


“তেল”


তেল কী না করতে পারে তাই
রান্না থেকে স্তাবকতা,
তেলের জুরি
নাই!
সব জায়গায় তাই ঘুরপাঁক
তেল তেলানী
গল্পটাই।
তেল চকাচক কপোল যে তার
তার মানে সে তেল
খায়,
মাইনে তো ভাই দু'পয়সা
ইলিস মাছের ঝোল
খায়।


“গর্ত”


গল্পখানি দারুন অতি গর্ত উপাখ্যান,
গর্ত খোঁড়াই মতি যাদের
গর্তেই ধ্যান জ্ঞান।
যাবে তারা গর্তমাঝে কবরেতে লীন,
ভাবতে তারা পারেই না'তো
আসবে একদিন।
সেই দিনেতে গর্ত খোঁড়ে হুক্কা হুয়া সবে,
কাল সাপেতে পুঁততে গোড়ে
আল্লাহ আল্লাহ রবে।
তাই বলি ভাই গর্ত খোঁড়া বন্ধ করো সবে,
সুখ দুঃখ আপন করে;
শান্তিতে রও
ভবে।