“অন্বেষণ”


ঘুঙরুতে প্রাণ, বেঁধেছি আমি, তোমার লজ্জাতে………,
দুরু দুরু বুক হৃদয় আমার
নির্ঘুম সজ্জাতে…। নির্ঘুম সজ্জাতে….।
শাওন বাদল ঝর ঝর ঝর হৃদয় বরি……ষণ,
স্বপ্নেতে রই পরীর দেশে
তোমার অন্বে……….ষণ।তোমার অন্বে….ষণ।
জীবন খাতের শাণিত সে ঢাল লিখতে তোমার না.........ম,
স্বপ্নালোকের সাত মহলায়-গড়তে প্রেমের
ধা…….ম।গড়তে প্রেমের ধা…….ম।
নীল দরিয়ায় ভাসতে জীবন তোমার চোখের তারা.........,
স্বপ্নেতে আঁখ জড়িয়ে পরান-হলেম
দিশেহারা.........।হলেম দিশেহারা.........।
ঘুঙরুতে প্রাণ, বেঁধেছি আমি, তোমার লজ্জাতে………,
দুরু দুরু বুক হৃদয় আমার
নির্ঘুম সজ্জাতে….। নির্ঘুম সজ্জাতে……।
জীবন খাতের শাণিত সে ঢাল লিখতে তোমার না.........ম,
স্বপ্নালোকের সাত মহলায়-গড়তে প্রেমের
ধা…….ম।গড়তে প্রেমের ধা…….ম।
গড়তে প্রেমের ধা………….ম।


"প্রাপ্তি"


জীবনো মরুতে দগ্ধ বাসনা, রসনাতে প্রাণ কাঁদে……,
অনেক চাওয়া অনেক পাওয়া, তবু
মন কাঁদে অব…..সাদে, মন কাঁদে অব……সাদে,
উছলি কিরণো দরিয়ায় প্রাণ, ধন ধান্যের মেলা……,
পারাবার সম বহিতে সে প্রাণ, শুধু,
দেওয়া নেওয়ার খেলা…..।দেওয়া নেওয়ার খেলা……।
কুপিতো সোপানে রক্তের গানে অলক অনি…….মেষ,
ঝড় ঝঞ্ঝা তুফান বারি, নাহিকো
প্রেমের লে…..শ।নাহিকো প্রেমের লে……শ।
ভ্রমেতে ফিরিনু জীবনো গাহিনু বিষয়েতে মন ঢেলে…..,
হিংসা ও দ্বেষ কলুষিত মন-কর্কশ বোল
গলে…….।কর্কশ বোল গলে……..।
পেয়েছি যা কিছু চায়নি তো প্রাণ, পেয়েছি যা চাই না…….ই,
রিক্ত রাহিতে অশ্রু মোচনে, তাই,
বেদনার গীত গা…..ই। তাই, বেদনার
গীত গা…….ই।  


“মূঢ়”


দুঃখ সুখ যায় আসে যায় বৃত্তাকারে চলে,
ঝঙ্কারেতে দোল খেলে যায়
জীবন পাদতলে।
ওষ্ট কোমল কনক বরণ শুভ্র মতিকায়,
মন মদিরায় ঢেউ দিয়ে সে
স্বপ্ন ঢেলে যায়।
স্বপ্ন সুখে ভাসতে পরান হৃদয় বিজড়িত,
কনক মতি চপল অতি
আবেগ তারিত।
খান খান খান স্বপ্ন ভাঙে ভাটার টানের স্রোত,
জড়িয়ে লতায় পাতায় শাখে
হৃদয় ওতোপ্রোত।
যে জন মূঢ়, স্বপ্ন দেখে সুখ দিয়ে গড় গড়া,
দুখ সে গাঙে হৃদয় ভাঙে
মর্মরে প্রাণ ধরা।
নাই দেখি নাই স্বপ্নমহল, নাই মোহ মোর আঁশ,
সুখ দুঃখ সমান সমান-
স্বর্গে বসবাস।