"শূন্য ডালি সে পূর্ণ করো হে"


এসেছি নিলয় দ্বারেতে তোমারি প্রণতি করি হে সখা,
শূন্য ডালি সে পূর্ণ করো হে
বিলায়ে ভালোবাসা।
রিক্ত এ প্রাণ শ্মশান সমান বেদনায় ভরা গীত,
মুখরিত রব আকাশ উদিছে
নড়বড়ে প্রাণ ভিত।নড়বড়ে প্রাণ ভিত।
রক্ষ রিপুর বাসেতে বাতাস হিস হিস রব বহে,
লকলকে জিভ বহ্নিশিখা
অনল কথা কহে।অনল কথা কহে।
এসেছি নিলয় দ্বারেতে তোমারি প্রণতি করি হে সখা,
শূন্য ডালি সে পূর্ণ করো হে
বিলায়ে ভালোবাসা।
জর্তুগৃহেতে ঘিরে নেয় প্রাণ শয়ে শয়ে লাস সারি,
উষ্মায় লয় প্রাণ কেড়ে নেয়
ধর্মের কারবারী।(2)
শন শন বয় অগ্নিশিখা ঝলসে দিতেই প্রাণ,
হিংসা ও দ্বেষ বিদ্বেষেতে
দানবতার গান।  
রক্ষ রিপুর বাসেতে বাতাস হিস হিস রব বহে,
লকলকে জিভ বহ্নিশিখা
অনল কথা কহে।অনল কথা কহে।
এসেছি নিলয় দ্বারেতে তোমারি প্রণতি করি হে সখা,
শূন্য ডালি সে পূর্ণ করো হে
বিলায়ে ভালোবাসা।


“ভোট এসেছে”


এসেছে ভোট এসেছে, এসেছে ভোট এসেছে।
ভোট এসেছে রঙ তামাসা রণ সে ভীষণ দারুন অতি,
খুন জখম আর মারামারি
বাহার ছোটে স্বজন প্রীতি।
দখ দাঁত আর হ্যাচ হ্যাচরে দারুন রকম হিংস্র মতি,
মনোনয়ন উন্নয়নে হিংসা ঝরা
লূটাপাটি।
রাজপথেতে রক্ত ঝরে লকলকে বাঢ় হিংস্র কষা,
বোতল ওড়ে ফিনকি গায়ে
মাংস দিয়ে কষা কষা।
আর প্যানপ্যান নেতার গান দিচ্ছি দিব রব আরু,
রাত হলে মান ফয় ফরমান,
মদ মিটিং-এ গিলতে
দারু।
হিসেব কষা মাঞ্জা ঘষা বুদ দখলের চিত্রপট,
বোধন করে হয় হুমকি
মন্ত্র দিয়ে পাততে
ঘট।
আর জনগন চায়ের তুফান ব্যস্ত অলি গলি সব,
চুল চেরা সেই অঙ্ক কষা
সেই নিদারুণ দারুন
রব।
এসেছে ভোট এসেছে, এসেছে ভোট এসেছে।
মাদল বাজে ভোটের গানে পাড়ায় পাড়ায় বেচ্চ্চু লেতি,
এ বলে ভাই আমায় দ্যাখ
ও দিল রব পোল
খুলে দি।পোল খুলে দি।
এসেছে ভোট এসেছে, এসেছে ভোট এসেছে।
শিঙ্গা ফুকা মিহিন দেখা আর গগনে আকাশ ভেরী,
জোড় করেতে আর সে নেতা
যাচ্ছে রে ভাই বাড়ি
বাড়ি।
এসেছে ভোট এসেছে এসেছে ভোট এসেছে।  


“জেলো”


কুয়াসায় ভরা অম্বর আজ হায়েনার অট্টহাস,
বেদনায় প্রাণ রিক্ত হৃদয়
ছল সে করাল বাস।
ওষ্টেতে লাল প্রনয়ের দ্বার আকাশ প্রদীপ জ্বালো,
আর সুধা প্রাণ মর্মব্যথার
হৃদয় ঘন কালো।
টলোমলো পায় হৃদ রেখাতে বিজুলিত প্রাণ গতি,
ঘোর শ্রাবণে পাল্টে সে রঙ
চৈত্র শ্রাবণ মতি।
আজ বাঢ়েতে কাল ক্ষরাতে হৃদ আকাশে আলো,
ধন বাঢ় সুখ গাইতে সখী
বাসতে ভাল জেলো।
ওষ্টেতে লাল প্রনয়ের দ্বার আকাশ প্রদীপ জ্বালো,
আর সুধা প্রাণ মর্মব্যথার
হৃদয় ঘন কালো।
কুয়াসায় ভরা অম্বর আজ হায়েনার অট্টহাসি,
বেদনায় প্রাণ রিক্ত হৃদয়
ছল সে ভালোবাসি।
ছল সে ভালোবাসি।


“পাঁচফোরণ”


বিয়ে বাড়ির এই তো গুণ
গুনগুনিয়ে আসলে ফাগুন,
জ্বলতে থাকো পুড়তে থাকো
আর বাড়িতে লঙ্কা
নুন।
শুনলে পরে ভাবিজি
কাজ দেবে না তাবিজি,
পর দুমাদুম জুতার বাড়ি,
ছুটায় দিতেই প্রেমের-
বাজি।
আরে দাদা, দাদাগো দাদা, প্রেম বাবাজি।
হু হু হু! প্রেমবাবাজি, দাদাগো দাদা,
প্রেমবাবাজি।
বিয়ে বাড়ির এই তো গুণ
গুনগুনিয়ে আসলে ফাগুন,
জ্বলতে থাকো পুড়তে থাকো
আর বাড়িতে লঙ্কা
নুন।
দাদা গো দাদা, লঙ্কা নুন,
আঁদা বাঁটা পাঁচ ফোরণ।
পাঁচফোরণ গো দাদা, পাঁচফোরণ,
বিয়ে বাড়ির এই তো
গুণ।