(আজ অনেকের লেখাই পাঠ করতে পারি নাই, তাই একটাই প্রকাশ দিলাম)


“বজ্জাতি”


জাত রইতে পারে-বজ্জাতি নয়-জাত দিয়ে প্রাণ বোনা,
জাত জালিয়াত দ্বারগোরেতে-
ধর্ম উন্মাদনা।
রজ্জুতে প্রাণ ধর্মেতে ভ্রম-মতিভ্রমের দংশণ ক্ষত
লক্ষ প্রাণের মিলন মেলায়-
রক্ত সোপান রাক্ষুসে
পথ।
ধর্মধারী ব্যাখ্যা তারি-সত্যাদেশের কান্ডারী তুই,
ভ্রান্ত দিশায় বাইতে সে নাও-
জ্বালিস কেন সাধের
ভুঁই।
ঈশ্বর কী আল্লাহ জান-জেসাস কী'বা বুদ্ধদেব,
নাই চরণে ঠাই তো তাদের-
হিংসা কী'বা
বিদ্বেষের।
ধর্মসোপান শান্তির তল-মানব জাতের উত্থানেতে,
আর্ত গরিব দীন দুঃখী-
ধর্মেতে প্রাণ বল
পেতে।
দুর্বা ঘাসের প্রাদ প্রদীপে-সিক্ত বারি শিশির রাশি,
বইতে ধরায় রইতে ধরায়-
কইতে মানুষ
ভালোবাসি।
জাত রইতে পারে বজ্জাতি নয়-জাত দিয়ে প্রাণ বোনা,
জাত জালিয়াত দ্বারগোরেতে-
ধর্ম উন্মা-
দনা।