“আকাশ প্রদীপ”


দুঃখ সুখের জোয়ার ভাটায় একটি বছর হলো পার,
বোশেখ এল প্রাণ দুলিয়ে, ভৈরবেতে
রূপটি তার। ভৈরবেতে রূপটি তার।
মরা গাঙে আনতে রে প্রাণ প্রলয় ঝড়ে আসলো ভেসে
পাল তুলে দে স্বপ্ন রঙিন, পারিজাতের সেই প্রদেশে।
আয় না সখী নতুন বছর মান অভিমান পিছেই ফেলি,
ভব দরিয়ায় তুফান ঝড়ে, আয় না
প্রাণের প্রদীপ জ্বালি।আয় না প্রাণের প্রদীপ জ্বালি।
আকাশ প্রদীপ ভাসিয়ে ভেলা রঙ্গনাথের কারখানাতে,
আয় দুনিয়া দ্বন্দ্ব ভুলে, ভালোবাসার
দীপ জ্বেলে দে।ভালোবাসার দীপ জ্বেলে দে।
রইব না আর গ্লানির তলে বুনব না আর হিংসাতে জাল,
হিংসা আর বিষ বিদ্বেষ, আর দিশাতে
মারিয়ে চল।আর দিশাতে মারিয়ে চল।
আজকে শপথ নিতেই প্রাণে আকাশ প্রদীপ চল রে জ্বালি,
দুঃখ সুখে রইব পাশে, প্রেম সে লহর
সুবাস ঢালি।প্রেম সে লহর সুবাস ঢালি।
প্রেম সে লহর সুবাস ঢালি।


“রুদ্ধদুয়ার”


আজ খুলে দে রুদ্ধদুয়ার আলোক দিশার অরুন পানে
আজ খুলে দে বন্ধ্যা আঁচল
আয় জেগে রই গানে
গানে।
আজ খুলে দে রুদ্ধদুয়ার আলোক দিশার অরুন পানে।
আসুক তুফান দুখের লহর হোক না দিশা কঠিন অতি,
ধরব রে হাল বৈঠাখানি
করব না ভাই
কান্নাকাটি।  
আসুক তুফান আসুক ঝড় হোক না দিশা কঠিন অতি,
আয় রাহেতে গড়তে রে সই
জ্বালতে রে সই
আকাশবাতি।
আশার প্রদীপ জ্বালবো রে প্রাণ পণ ধরে নে আজ বেলাতে,
তুফান বারি ঝড় ঝঞ্ঝায়, আয় ভেসে রই
সেই ভেলাতে।
আজ খুলে দে রুদ্ধদুয়ার আলোক দিশার অরুন পানে
আজ খুলে দে বন্ধ্যা আঁচল
আয় জেগে রই গানে
গানে।
ভাঙতে আঁধার কঠিন বাঁধার বন বাদারে করতে রণ,
পাল মিলে দি প্রাণ মিতালি, করতে জন
জাগরন।
আশার প্রদীপ জ্বালবো রে প্রাণ পণ ধরে নে আজ বেলাতে,
তুফান বারি ঝড় ঝঞ্ঝায়, আয় ভেসে রই
সেই ভেলাতে।
আজ খুলে দে রুদ্ধদুয়ার আলোক দিশার অরুন পানে
আজ খুলে দে বন্ধ্যা আঁচল
আয় জেগে রই গানে
গানে।
আজ খুলে দে রুদ্ধদুয়ার আলোক দিশার অরুন পানে।


“তুমি নেই”


তুমি নেই প্রাণে সই ব্যথিত হৃদয় মন
কান্না ঝরানো করুণ আঁখিতে
বেদনার ভরা গান। তুমি নেই,
তুমি নেই প্রাণে সই ব্যথিত হৃদয় মন।
তুমি নেই তুমি নেই তাই
কান্না ঝরানো প্রাণ, তুমি নেই, তুমি নেই।
ভ্রমেতে ভুলিতে আঁখিতে দুলিতে জড়িয়ে তোমায় ধরি,
স্বপ্নালু চোখ ঘুম ভেঙে প্রাণ
বেদনায় জড়াজড়ি। বেদনায় জড়াজড়ি। (2)
ও সই বেদনায় জড়াজড়ি।
তরিৎ বেগেতে তোমারি দেশেতে কান্নাতে জড়ে প্রাণ, (2)
হৃদয় ঢুলিতে তোমারি বুলিতে
ভেঙ্গে পরে আসমান। ভেঙ্গে পরে আসমান।
তুমি নেই প্রাণে সই ব্যথিত হৃদয় মন
কান্না ঝরানো করুণ আঁখিতে
বেদনার ভরা গান। তুমি নেই,
তুমি নেই প্রাণে সই ব্যথিত হৃদয় মন।
তুমি নেই তুমি নেই তাই
কান্না ঝরানো প্রাণ, তুমি নেই, তুমি নেই।