“৩০০০ সালের কবিতা”


খোকন আয় বলছি, তোর মঙ্গলের হাওয়া লেগে গেছে মনে হচ্ছে!
যখন তখন লাফায় লাফায় চলে যাস।
এক্ষুনি না আসলে তোকে কম্পিউটারের ভেতর ঢুকিয়ে দেব বলছি,
যেমন করে চোর ডাকাতদের সেখানে রাখা হয়।
দিনের পর দিন ঢুকিয়ে রেখে দেব, তোর
দাদুভাইকে যেমন রেখেছি।
দ্যাখ খোকন ল্যাবরেটরি থেকে আজ
পাঁঠার মাংস এনে রান্না করেছি আর
এমন একটা খাদ্য বানিয়েছে না ল্যাবে,
একদম ইলিস মাছ।
সর্যে দিয়ে রান্না করেছি, তাড়াতাড়ি আয় নইলে কিন্তু
সব শেষ হয়ে যাবে।
এখনও যদি না আসিস তো তোর বাবাকে বলে দেব কিন্তু!
পাঠাব কী তোর বাবাকে।
না মা! দরকার নেই, দু'মিনিট চাঁদে ঘুরে মা আমি
এক্ষুনি চলে আসব।


(গতকাল লিখেছিলাম 'এ মধুরাতে', কবিতাটি। তার পরবর্তী জীবনে অনেক ক্ষেত্রেই যা ঘটে তা আর এক গানে জেনে নিন।)
“সংঘাত”


স্বপ্নে...র রথ থমকে দাঁড়ায় স্বার্থের সং............ঘাত,
আর্ত সে রব আর মেদিনী..., প্রত্যহ
দিন রা......ত।
ঝন ঝন ঝন স্বপ্ন ভাঙে মুখর গাঙের বা......ণ,
রণ সে চলে দুলকি চালে
গ্রাস করে মন প্রা..........ণ।
গ্রাস করে মন প্রা....ণ।
দুলিয়ে বেণী…ঝড় তুফানে…….মাদল বা…জে গী......ত,
কূল হতে দূর, দূর সে চলে
ভাব ভাবনা প্রী.........ত।
পাল ভেঙে যায় দারুন ঝড়ে বৈঠা খসে.. হা......ত,
জ্যোছনার রঙ হয় সে ফিকে
আঁধার তমায় প্রা.........ত।
স্বপ্নে...র রথ থমকে দাঁড়ায় স্বার্থের সং............ঘাত,
আর্ত সে রব আর মেদিনী......., প্রত্যহ
দিন রা......ত।
ঝন ঝন ঝন স্বপ্ন ভাঙে মুখর গাঙের বা......ণ,
রণ সে চলে দুলকি চালে
গ্রাস করে মন প্রা..........ণ।
মর্মরেতে হৃদ সে ভাঙে গাঙ সে হারা….বার,
স্বপ্নীল মন খান খান খান
অথৈ পারা…..বার।


“প্রাণের আলো”


শাওনে গরজে কাঁপিছে ধরা-ঘূর্ণিত কালো মে.........ঘ,
ঝর ঝর ঝর ঝরিছে বাদল-অলোক অনি.........মেষ।
বিজুলির গান পাহার প্রমাণ কর কর কর না...দ,
বৃক্ষ শাখে দোদ্যুল সে দোল, পল সে
পর......মাদ।
শন শন শন বইছে বাতাস দশ দিশা মান কালো…….,
আজ বরিষণ রুক্ষ সে ক্ষেত
জ্বালিয়ে প্রাণের আলো…..।জ্বালিয়ে প্রাণের আলো…..।
সোনার ক্ষেতে হীরক রাশি কনক বরণ শোভা,
অঙ্গেতে রঙ বঙ্গদেশে-হরিত
মনোলোভা…।হরিত মনোলোভা……।
বাজিয়ে বেনু রাখাল ধেনু শাওন বরি…….ষণ
স্বপ্নপুরির দোর সে খোলে-ফুরফুরে
হৃদ ম……….ন।
বইছে বাতাস শান্তির গান কুঞ্জবনে অলি,
কিশলয়ে আর দলে'তে-প্রেম বাতায়ন
খুলি।
শন শন শন বইছে বাতাস দশ দিশা মান কালো…….,
আজ বরিষণ রুক্ষ সে ক্ষেত
জ্বালিয়ে প্রাণের আলো…..।জ্বালিয়ে প্রাণের আলো…..।
শাওনে গরজে কাঁপিছে ধরা-ঘূর্ণিত কালো মে.........ঘ,
ঝর ঝর ঝর ঝরিছে বাদল-অলোক অনি.........মেষ।
অলোক অনি..................মেষ।