"তুমি আছ তাই”


তুমি আছ, আমি ভবে তা.......ই, ব্যথা পেলে ব্যথা ভুলে যা.........ই,
তুমি আছ আমি ভবে তা.........ই, ব্যথা পেলে ব্যথা ভুলে
যা..................ই।


লহরো তুফানে বিষা......দের গানে রিক্ত রাহিতে ধরা............
ভবের সাগরো সং......সার বড়-বেদনাতে হীন
গড়া..................।বেদনাতে হীন গড়া..................।


অকূলো পাথারে জীবনো মরুতে জানিনা সন্ত.......রণ,
ডুবে যায় মন দুঃখ দুয়ার, ব্যথায়
অনু........ক্ষণ। ব্যথায় অনু........ক্ষণ।


দিকে দিকে রব, শ্বাপদো ধ্বনিতে-হিংসা দ্বেষের দ্যুতি.........,
সিক্ত প্রেমেতে হৃদয় ভ্রমিতে
দিকে দিকে বিচ্যুতি...............।দিকে দিকে বিচ্যুতি...............।


কাছে থেকে দূর, দূর সে রহিতে-বেদনাতে আঁখ ভরি...............
প্রমেরই কোমলো কলিতে তোমারি
বক্ষে হৃ...দয় ধরি............।


মা'গো তোমার চরণ কমল-নীড় সে আমি গড়ি...............
যুগ যুগ কাল জনম জনম,
বক্ষে আমার ধরি.....................।


তুমি আছ, আমি ভবে তা.......ই, ব্যথা পেলে ব্যথা ভুলে যা.........ই,
তুমি আছ গুণে ভবে তা.........ই, পৃথিবীতে প্রেম বহে তা...ই।
পৃথিবীতে প্রেম বহে তা……………....ই।


“ধ্রুবতারা”


প্রেম দরিয়ায় গেলাম ভেসে হৃদ সাগরের কিনারেতে,
পদ্ম শালুক গোলাপ বকুল-দশ দিশামান
উঠল হেসে।
উঠল হেসে, উঠল হেসে, উঠল হেসে।
পরম পিতার স্নেহের বাঁধন ভগ্নী আর মা'য়ের প্রাণ,
ভুলতে নারি ভুলতে নারি-তাহাদের-ই
অবদান।
মুক্তহাতে রিক্ত হ'ল তোমার আমার গড়তে জীবন,
ধন্য তারা ধ্রুবতারা, প্রেম সকাসে পরম
আপন।পরম আপন।
আর গরিমায় স্নিগ্ধ তারা ঈশ্বর কী ভগবান,
আকাশ উঁচু হৃদয় নীলে-সবার ওপর
তাদের থান।
আঙুল ধরে শেখায় হাঁটা-বাল্যেতে আর কৈশরেতে,
গড়তে মানুষ প্রাণ ঢেলে দেয়
বুকের মাঝে আঁটকে রাখে।
পরম পিতার স্নেহের বাঁধন ভগ্নী আর মা'য়ের প্রাণ,
ভুলতে নারি ভুলতে নারি-তাহাদেরই
অবদান।
প্রেম দরিয়ায় গেলাম ভেসে হৃদ সাগরের কিনারেতে,
পদ্ম শালুক গোলাপ বকুল-দশ দিশামান
উঠল হেসে।
উঠল হেসে, উঠল হেসে, উঠল হেসে।


“ও মালতি”(রম্য রচনা)


ও মালতি, অঙ্গে যে তোর ভঙ্গ আমি-স্বপ্ন মদিরায়,
ও মালতি বক্ষে তোরই, জ্যোছনা
বয়ে যায়।
ও মালতি, আমার হ'বি কী'না বল!
আমার হ'বি কী'না বল।
সজ্জাতে মোর কোমল কলি স্বপ্ন দেখি রোজ,
তুই মালতি আলিঙ্গণে-তোরই করি
খোঁজ।
আমার হ'বি কী'না বল।
ও মালতি, আমার হ'বি কী'না বল!
আহ! তোর নুপূরে কইবো কী'রে বাজনা আমার বাজে,
ঝুম ঝুম ঝুম গাইতে পরান
মন লাগেনা কাজে।  
তোর নয়নের কাজল কলি স্বপ্ন পারাবার,
থমকে উঠি চমকে দাঁড়াই
দিন রাতে-বার বার।
সজ্জাতে মোর কোমল কলি স্বপ্ন দেখি রোজ,
তুই মালতি আলিঙ্গণে-তোরই করি
খোঁজ।
ও মালতি, আমার হ'বি কী'না বল!
আমার হ'বি কী'না বল!
ও মালতি, আমার হ'বি কী'না
বল!