“পতঝড়”


ব্যথায় ব্যথায় ভরে অন্ত..র, তুমি নাই তুমি নাই তা...ই!
তুমি নাই তুমি নাই তা....................ই।
ব্যথায় ব্যথায় ভরে অন্ত..র, তুমি নাই তুমি নাই তা...ই!
তুমি নাই তুমি নাই তা....................ই।
গরজে বাদলে অশনির তালে বাজিছে মাদল আজি…..,
গাহিতে রাহিতে অশ্রুর গীতে
পথে পথে যাই খুজি……।পথে পথে যাই খুঁজি………।
বোশেখীর মেঘ ঘন কালো রূপ আঁধারেতে ভরে প্রা…ণ,
ব্যথিত হৃদয় পথে পথে গাই-
বেদনার ধারা গা….ন।
শূন্য আঁখিতে হৃদয় আঁকিতে প্রলয় ঝঞ্ঝা ঝ...ড়,
তুফানো মরুতে আঁকে বাঁকে পথে
নির্ঝরে পতঝড়। নির্ঝরে পত...ঝড়।
ব্যথায় ব্যথায় ভরে অন্ত..র, তুমি নাই তুমি নাই তা...ই!
তুমি নাই তুমি নাই তা...........ই।
তুমি নাই তুমি নাই তা........................ই।