"একদিন-৩য় পর্ব"


একদিন একদিন একদিন
রইবে না আর কাঁটার মুকুট-অশ্রুতলে প্রাণ,
একদিন একদিন একদিন।
রইবে না আর কাঁটার মুকুট অশ্রুতলে প্রাণ,
বইবে ধরা সুখের হাওয়া
সুবাস অম-লান (অম্লান)।
রইবে নাকো হিংসা দ্বেষের-তপ্ত গরল বায়,
খেলতে ধরা হাসতে খুখু
প্রাণের উছলায়।
একদিন একদিন একদিন।
রইবে না আর কাঁটার মুকুট অশ্রুতলে প্রাণ,
বইবে ধরা সুখের হাওয়া
সুবাস অম্লান।
চৌদিশাতে শীতল বায়ু ভালোবাসার গীত,
প্রাণের আকাশ সতেজ বাতাস
তীর্থ গড়ে প্রীত।
প্রেম বাতায়ন ভক্তির গান শুদ্ধ ধ্বনি তায়,
রইবে নাকো ছল কপটার
ধর্ম অসহায়।
বইবে নাকো রক্ত লহু-কামুকতার ধ্বনি,
ভগ্নী মাতা জায় তনয়া
প্রাণ সে ফাল্গুনী। (ফাল-গুনী)
আজ আকাশে ভাসাই ভেলা-ভালোবাসার বীজ,
অঙ্কুর প্রাণ জাগতে চারা
আশার কিরণ দীপ।
একদিন একদিন একদিন।
রইবে না আর কাঁটার মুকুট অশ্রুতলে প্রাণ,
বইবে ধরা সুখের হাওয়া
সুবাস অম-লান (অম্লান)।
রইবে নাকো হিংসা দ্বেষের-তপ্ত গরল বায়,
খেলতে ধরা হাসতে খুখু
প্রাণের উছলায়।
একদিন একদিন একদিন।


“অজ্ঞান”


কেঁদে ওঠে হৃদ নির্ঝরে প্রাণ সতত যাতনা সখী,
হৃদয় আজিকে খর বায়ু বয়
অশ্রুতে বানভাসি।
কান্নাতে প্রাণ বেদনার গান ওষ্টতে নাই ভাষ,
লগণো প্রহরো নিদ্রাবিহীন, খল সে
বায়ুর বাস।খল সে বায়ুর বাস।
ভ্রমেতে ভুলিনু কপটো বলিনু ছলনায় ধরি প্রাণ,
নিপীড়ন আর নির্যাতনে, রয়েছিনু
অজ্ঞান।রয়েছিনু অজ্ঞান।
আঁধার গহনো গহীনো তমা সে-করাল আজিকে ধরা,
বিহনে তোমার অবসাদে প্রাণ
অশ্রুতে আজ ভরা।
তোমারি বিনেতে প্রহরো গনিতে মর্মরে প্রাণ বহে,
শন শন বায় কেঁপে ওঠে মন
প্রবলো দাব-দাহে।
কান্নাতে প্রাণ বেদনার গান ওষ্টতে নাই ভাষ,
লগণো প্রহরো নিদ্রাবিহীন, খল সে
বায়ুর বাস।খল সে বায়ুর বাস।
কেঁদে ওঠে হৃদ নির্ঝরে প্রাণ সতত যাতনা সখী,
হৃদয় আজিকে খর বায়ু বয়
অশ্রুতে বানভাসি।অশ্রুতে বানভাসি।
অশ্রুতে বানভাসি।


"কী লিখি তোমায়-৩য় পর্ব"


কী লিখি তোমায়! কী লিখি তোমায়!
হারিয়ে গেল মুখের ভাষ দৃষ্টিমানে আলো
তোমার কথায় আঁন্ধার দেখি
দশ দিশাতে কালো!
করাল ছায়ে হৃদয় ভূমি বধ্য ভূমির কারখানাতে,
আর পরিনাম ভাবলে রে সই
ভব দুয়ারে জীবন খাতে।
ভব দুয়ারে জীবন খাতে। ভব দুয়ারে জীবন খাতে।
ঢল উৎরোল প্রবল বানে জীবন কঠিন অতি,
কুঠার মারে পল পল দ্বেষ
করুণ পরিনতি। ও ভাই করুণ পরিনতি।
করাল ছায়ে হৃদয় ভূমি বধ্য ভূমির কারখানাতে,
আর পরিনাম ভাবলে রে সই
ভব দুয়ারে জীবন খাতে।
বাইতে ডিঙা রোল উৎরোল তুফান সাগর ভারি,
কান্ডারি সাথ নাই রে সখা
স্বপ্নের কারবারী।স্বপ্নের কারবারী।
ভাঙিস না'রে তুফান বাঢ়ে আর দিশাতে সই,
ভবসাগরে লহর উছল, বাইতে রে ভাই
কই।
ঢল উৎরোল প্রবল বানে জীবন কঠিন অতি,
কুঠার মারে পল পল দ্বেষ
করুণ পরিনতি। ও ভাই করুণ পরিনতি।
ভাঙিস না'রে তুফান বাঢ়ে আর দিশাতে সই,
ভবসাগরে লহর উছল, বাইতে রে ভাই
কই।
কী লিখি তোমায়! কী লিখি তোমায়!
কী লিখি তোমায়! কী লিখি তোমায়!
হারিয়ে গেল মুখের ভাষ দৃষ্টিমানে আলো
তোমার কথায় আঁন্ধার দেখি
দশ দিশাতে কালো!
করাল ছায়ে হৃদয় ভূমি বধ্য ভূমির কারখানাতে,
আর পরিনাম ভাবলে রে সই
ভব দুয়ারে জীবন খাতে।
ভব দুয়ারে জীবন খাতে।