“আমি চাইব না”


আমি চাইব না, চাইবো না, হাত পেতে সই চাইব না,
পার করে দাও দুখের সাগর-ভিক্ষা আমি
গাইবো না।
আমি চাইব না, চাইবো না, হাত পেতে সই চাইব না।
দুখের সাগর লহর তোলা -গর্জনেতে তুফান এলে,
দাঁড় হাতে সই বৈঠা মাঝি-হারটি আমি
মানবো না।
আমি চাইব না সই, পার করে দাও-কইবো না।
আপন ধারায় পাল তুলে সই বইতে জানি,
দুঃখ দরদ শোক ব্যথা বুক বাঁধতে জানি।
বাঁধতে জানি, বাঁধতে জানি,
বাঁধতে জানি।
পরশ মণি আগুন ছোঁয়ায় ঘর ভেঙেছে,
বান ঢুকে জল বন্যা প্রবল বাঁধ ভেঙেছে,
পাল তোলা হাল নৌকাখানি উল্টে গেলে,
স্বজন সমাজ দূর হলে ভাই কান্না গলে,
কাঁদব না ভাই দুঃখ সে শোক বইতে জানি,
দারুন ব্যথায় হৃদসাগরে
বৈতরণী।
পার হব আজ হৃদসাগরে মুক্তো ধরে,
কান্না হাসির ভবসাগরে শক্ত হাতে বৈঠা ধরে।
উজল দিশায় আলোক পানে ঊষার ভোরে,
বইতে জানি হাসতে ধরায়
হৃদ সাগরে।
আয় খুলে দি বল্গাখানি মানব দোরে,
হাসতে পরান দশ দিশা মান
উষার ভোরে।
পরশ মণি আগুন ছোঁয়ায় ঘর ভেঙেছে,
বান ঢুকে জল বন্যা প্রবল বাঁধ ভেঙেছে,
পাল তোলা হাল নৌকাখানি উল্টে গেলে,
স্বজন সমাজ দূর হলে ভাই কান্না গলে,
কাঁদব না ভাই দুঃখ সে শোক বইতে জানি,
দারুন ব্যথায় হৃদসাগরে
বৈতরণী।
পার হব আজ হৃদসাগরে মুক্তো ধরে,
কান্না হাসির ভবসাগরে শক্ত হাতে
বৈঠা ধরে।
আমি চাইব না, চাইবো না, হাত পেতে সই চাইব না,
পার করে দাও দুখের সাগর-ভিক্ষা আমি
গাইবো না।
আমি চাইব না, চাইবো না, হাত পেতে সই
চাইব না।


“রূপান্তর”


পাপ পুণ্য জীবন কাহন ভবের খেলাঘর,
সইতে রে হয় বইতে রে হয়
আর সে রূপান্তর।
রূপান্তরের এই দুনিয়ায় লুকোচুরির খেলা চলে,
অস্ত রবির প্রান্ত দেশে-করাল সে রাত
কথা কহে।
রঙ গুলাবীর আতর মেখে ফাগুল যে দেয় দোল,
গ্রীষ্ম সে কাল ঝরায় আগুন
লহর তোলে বোল।
বুলবুল শিস বাজায় রাগে অনুরাগের প্রেম ফাগুনে,
বিচ্ছেদেতে প্রাণ কেঁদে যায়-হৃদ ভরে প্রাণ
তুষ আগুনে।
সইতে রে হয় বইতে রে হয় বৈতরণীর এই পারেতে,
শুদ্ধ মতি রইতে রে হয়-দুঃখ জ্বালার জাল
পরতে।


“এলোকেশী”


কেমন করে ঝর্ণা ঝরে কেমন বহে নদী,
সাগর মিলন মেলায় রঙের
জনম নিরবধি।
আকাশ তারায় সূর্য গ্রহ ঘুরছে কেমন করে,
মানব সাগর মিলন মেলায়
সুখ দুঃখের দোরে।
উচ্চ পাহার গড়লো কেমন শৃঙ্গে হিমের রাশি,
কেমন হৃদয় প্রাণ ভোমরায়
হৃদয় এলোকেশী।
যুগ যুগ কে বাঁজায় বীণে সপ্ত সুরের মেলা,
প্রাণ দিল কে বিশ্ময়েতে-করতে
জীবন খেলা।
মহাকালের সৃষ্টি সৃজন কোন সে মহারথী,
ভাব দরিয়ায় ভাসতে পরান
জীবন মরণ সাথী।
তার চরণে ঠেকাই মাথা জোড় করেতে হরি,
জীবন আমার ধন্য তবেই-গড় সে
তোমায় করি।