গানে গানে দিগন্ত প্রথম দুই অঙ্কে
(যারা আমাকে প্রতিদিন উৎসাহ যোগাচ্ছেন তাদেরকে ও সকল পাঠকবর্গকে আমার প্রনাম ও শ্রদ্ধা জানাই)


“জীবনের গীত”


রুদ্ধ দোরেতে আঘাত হানিতে-জীবনের গীত গাই,
প্রেমের গোড়েতে প্রাণের বুলিতে
রবের দেশেতে যাই।
কান্না হাসির দোলদুলানী আবেশ জড়া মন,
আর দোলেতে ভাসতে তরী
স্বপ্ন সমাগম।
স্বপ্নীল দেশ স্বপ্নের রেশ আর ধনেতে মতি,
আসয় বিষয় মহল গড়া
ধন সে হুটাপাটি।ধন সে হুটাপাটি।
হিংসা দ্বেষও বর্বরতা লোল্যুপ রসনাতে,
নাই রে ধারা ভালোবাসা
নাই রে বহে খাতে।নাই রে বহে খাতে।
তাই পথে গাই একতারাতে গাই সে প্রেমের গান,
চাই সে ধরা স্বপ্ন সম-সুখের
তনু মন।
কী হবে রে বিষয় বাঢ়ে ওই সে শ্মশান ঘাট,
বলতে হরি স্কন্ধে তোলে
ছাড়তে ভবের হাট।
স্বপ্নীল দেশ স্বপ্নের রেশ আর ধনেতে মতি,
আসয় বিষয় মহল গড়া
ধন সে লুটাপাতি।ধন সে লুটাপাতি।
রুদ্ধ দোরেতে আঘাত হানিতে-জীবনের গীত গাই,
প্রেমের গোড়েতে প্রাণের বুলিতে
রবের দেশেতে যাই।


“ক্রন্দন”


নিঃস্ব আজিকে মানবতা প্রাণ ক্রন্দন রোল ঘন
কাঁদিছে পরান বেদনার গান
পত্র পুষ্প দ্রুমও,
চকিত বাঢ়েতে কুসুমো কলিতে লুন্ঠনে মাতে বাজ,
লজ্জায় ভাসি হৃদয় ক্ষরিত
মরমে বহিতে লাজ।
নিষ্ঠুর ধরা নিঠুরো মানব কচি কাঁচা নাই প্রাণ
ফালা ফালা করে চূর্ণ তাহারে
পাশবিক শয়তান।
নিঃস্ব আজিকে মানবতা প্রাণ ক্রন্দন রোল ঘন
কাঁদিছে পরান বেদনার গান
পত্র পুষ্প দ্রুমও,
শঙ্কা প্রাণেতে এসো হে রণেতে হাতে হাত চলো ধরি,
লজ্জায় প্রাণ আর না লয়েতে
আজিকে সে পণ করি।
চকিত বাঢ়েতে কুসুমো কলিতে লুন্ঠনে আজি বাজ,
লজ্জায় ভাসি হৃদয় ক্ষরিত
মরমে বহিছে লাজ।


“পিচাশ”
(লেখাটি চোখের জলে লেখা আর চোখের জল না ফেলে একবারও পাঠ করতে পারি নাই)


একরতি প্রাণ আলোক উজান প্রজাপতির পাখনাতে,
উড়তো আকাশ প্রাণের সুবাস
খেলত বাটি মন মেতে।  
হাসতে খেলে প্রাণ ছিল তার আকাশ ছিল সীমা তারি,
জানতো না সে জন্তু দানো রক্ষ রিপুর
খবরদারি।
হটাৎ আকাশ আঁধার ঘনায় চমক ওঠে বিজলী তায়,
ছল ছলনায় ডাকলো তারে খেলার ছলে
মন ভুলায়।
খেলতে খুকু চললো বাদার পুলক জেগে মন,
হায়রে খুকু জানলি না তুই
পিচাশ ঘেরা জন।
বিজন দেশে ঘনায় তমা পিচাশ ওঠে জেগে,
পাশবতার জাল বিছিয়ে
বাতাস বহে বেগে।
ছটপটিয়ে কাঁদছে খুখু ডাকছে খুখু মা,
মাগো আমায় বাঁচাও মাগো
সইতে পারি না।
রুদ্ধ হলো কন্ঠ তারি স্তব্ধ হলো প্রাণ,
পাশবতার প্রাসাদ তলে
স্বপ্ন অবসান।
খুকু নেই খুকু নেই, বেদনায় ভরে মন,
মানবের ভেষে দানবের থান
ব্যথার শিহরণ।