“ব্যথা”


মা'র অবদান পাহাড় প্রমাণ মা অন্ত নাই যে প্রাণ,
আঁধার তমানিশা, মা জীবন মা'ই মরণ
আলোক পথের দিশা।
পূর্ণিমা চাঁদ মুখটি লুকায় বিভাবসু লাজ সে ধরে,
সোহাগ আদর আর দেখে মা
সন্তানেতে আতুরঘরে।
তাইতো খোকন টি দিয়ে যায়-কোমলমতি মাতা,
চন্দ্রালোকের তপ-ছায়া বন
শুনায় রূপকথা।
বাল্য আর শৈশবেতে রাগ অনুরাগ শাসন ধরে,
সিধে পথের শিক্ষা দিতেই, প্রয়োজনে
লাঠি ধরে।
আর দেশেতে তারুণ্যেতে জায়া সুশীল বাগ্মিতাতে,
ঘর বিভাজন বিভীষিকায়, মায়ের সে মান
পথেই লোটে।
আর লুটেরা লুট করে যায় সংসারেতে আশ ভাষেতে,
দশ মাস আর দশ দিন মা, মূল্য তার ওই
দারুন জোটে।
আজ ক্ষেদেতে পরান ধরি জীবন সে মোর বৃথা,
ব্রাত্য আমায় আজ করো মা
ঘুচাও প্রাণের ব্যথা।


“খেলা”


জ্যোছনা রাতে তারার দেশে লগন ধরি প্রাণ,
অশ্রু ঝরে বান ডেকে যায়
বেদনার ওই গান।
পরান সখী দূর কেন যাস বাতাস রোধে শ্বাস,
গগন কাঁদে রিম ঝিম ঝিম
সিক্ত প্রেমের আশ।
রিক্ত প্রাণে তোর ওই প্রেমে ভাসিয়েছিলেম ভেলা,
দূর কেন রে যাস রে সখী,
করতে প্রাণের খেলা।
যুগ যুগ যুগ কাল কালেতে বন্দনাতে হৃদয় ধরি,
বুঝলি না'রে তোর বিহনে, নাই রে
আমার প্রাণো হরি।
যুগল প্রেমের মুক্তোধারায় শিশির কণা মুখ তুলে চায়,
মিলতে পরান তোর দিশাতে, আজ কেন রে
হারিয়ে যায়।
পরান সখী দূর কেন যাস বাতাস রোধে শ্বাস
গগন কাঁদে রিম ঝিম ঝিম
সিক্ত প্রেমের আশ।
জ্যোছনা রাতে তারার দেশে লগন ধরি প্রাণ,
অশ্রু ঝরে বান ডেকে যায়
বেদনার ওই গান।


“আলো”
(মানুষের স্বভাব ভুলে যাওয়া তবে খাদ্য খাবারের সাথে কোনও কম্প্রমাইজ নয়। কয়লা ধুলে কী ময়লা যায়। প্রশাসন যতই উদ্যোগ নিক না কেন, ভাগার কান্ড চলতেই থাকবে। আর আমিও থেমে থাকব না, প্রতি মাসেই কবিতাতে স্মরণ  করিয়ে যেতে থাকব এ কেলেঙ্কারির কথা)


মলিনতা যায় না ধুলে-কয়লা কী ছাড়ে কালো,
দিকে দিকে রব জীর্ণ প্রাণে
নেইকো কোথাও প্রেমের
আলো।
ভাগার নধর বিল্লি নাগর-ভীষণ দামী অতি,
রেস্টুরেতে রসাল সে স্বাদ
জামদানি সে রীতি।
আহা! দাম দিয়ে খায় দামরা ছানা,
বিরাল কুকুর গোস্ত,
খাম্বা খাড়া-শ্বাপদ জীব আজ
ভীষণ অসন্তোষ।
চিল শকুনে শাপ দিয়ে যায় পচা কুকুর ছানা,
আর মানুষে খায় বিরানী
তাদের দেশে হানা।
মাংস পচা সুবাস হয়-কেমিক্যালের বায় সে মেতে,
আর হানাদার খুজে বেড়োয়, বিড়াল কুকুর
ভাগার হ'তে।
ব্যথিত পরান শঙ্কা প্রাণে-ঢঙ্কা নিনাদ রব,
হায়েনার দল-খল সে হাসি
হিংস্র কলরব।
মলিনতা যায় না ধুলে-কয়লা কী ছাড়ে-কালো,
দিকে দিকে রব জীর্ণ প্রাণে
নেইকো কোথাও প্রেমের
আলো।